মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই পাকিস্তানি শ্রমিক। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জিদান (২২)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির জালান বুকিত সেনজুয়াং এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। সূত্র: মালয় মেইল।
মালয়েশিয়ার মালাক্কা তেনাহ জেলার পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পেটিট জানান. শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জিদান (২২)। এই কর্মকর্তা জানান, ধ্বংসস্তুপের উপর পিলারের নিচে চাপ পড়েছিল জিদান।
আহত পাকিস্তানি শ্রমিকরা হচ্ছেন জুবাইর আহমেদ (৩২) ও আব্বাস গুলাম (৪৯)। ঘাড়, কাঁধ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তারা।
ক্রিস্টোফর পেটিট বলেন, নিহত ওই বাংলাদেশি শ্রমিককে রাত ৯টা ৫৫মিনিটের দিকে পাওয়া যায়। এর পর প্রায় সোয়া দুই ঘন্টা চেষ্টা করে তাঁর মরদেহ রাত ১২টার দিকে উদ্ধার করা হয়।
মালাক্কা স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপপরিচালক আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তারা এই দুর্ঘটনার খবর পান। এর পর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে মোট ৮১ জন কর্মকর্তা-কর্মচারী এবং পাদাং তেম ও মালাক্কা তেনাহসহ স্পেশাল ফোর্স ট্যাকটিক্যাল রেসকিউ অপারেশনস ( এসটিওআরএম) এর ৩৫ জনের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌছায়। রাত ১২টা নাগাদ নিহতের লাশ উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com