ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছে একহাজার বাংলাদেশি

   লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছে একহাজার বাংলাদেশি

ফাইল ছবি

Publish : 11:30 AM, 09 October 2024.
প্রবাসন ডেস্ক :


লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে বৈরুতে বাংলবাদেশ দূতাবাস। এদের মধ্যে প্রাথমিকভাবে প্রায় এক হাজার বাংলাদেশি নিবন্ধন করেছে বলে জানা গেছে।
দূতাবাস আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। সেখানে একটা ফরম দেওয়া আছে, ফরমটা বাইরে থেকে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। জমা দেওয়ার শেষ সময় হচ্ছে ১১ অক্টোবর শুক্রবার। যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা  দেওয়া হয়েছে।
আর দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন,  লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন একটু উত্তরে সরে যায়। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়,  যেন তারা চলে আসতে পারেন।
 লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র  গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা এখন লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের