ফাইল ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে ১৩ হাজার অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ থেকে অভিবাসী হয়েছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি অভিবাসী কর্মীদের শীর্ষ ১০ কাজের তালিকায় উঠে এসেছে এই পেশাটি। তবে এই সময়ে নারী অভিবাসন স্থবির হয়ে পড়েছে।
সম্প্রতি ‘আমি প্রবাসী’ একটি বাংলাদেশি ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্ল্যাটফর্মটি অভিবাসনে স্বচ্ছতা বৃদ্ধি, অভিবাসন ব্যয় হ্রাস এবং অভিবাসন-প্রক্রিয়াকে গতিশীল করতে কাজ করছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি এই অভিবাসীদের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য দেশ হচ্ছে সৌদি আরব।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৫ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার কর্মী সৌদি আরবকে তাঁদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। সৌদি নীতিনির্ধারকদের স্থানীয় অবকাঠামো উন্নয়নে ব্যাপক মনোযোগ দেওয়ার কারণে সেখানে দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে সৌদি আরবকে একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করেছে বলে ধারণা করা হচ্ছে।
এই তালিকায় মালয়েশিয়া ৯৩ হাজার কর্মী অভিবাসী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কাতার তৃতীয় স্থানে রয়েছে, যেখানে এই সময়ে ৩৯ হাজার ৫১৭ জন কর্মী কাজের জন্য গেছেন।
প্রতিবেদনে মতে এই অভিবাসী কর্মীদের ৮০ শতাংশ কর্মী ‘সাধারণ’ শ্রেণিতে পড়ে, সংখ্যায় যা ১ লাখ ৫০ হাজারের মতো। সাধারণ শ্রেণিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কাজ অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে নির্মাণকাজ, যেখানে ৬৩ হাজার ৪৬৯ জন অভিবাসী কর্মীর কর্মসংস্থান হয়েছে। ৩৩ হাজার ৭৪৮ জন কর্মী নিয়ে কারখানার কাজ তৃতীয় স্থানে রয়েছে।
প্রতিবেদনের প্রথমার্ধে আরও বলা হয়েছে, মোট অভিবাসী শ্রমিকের ১০ দশমিক ৪ শতাংশ দক্ষ, যার মধ্যে ৩ দশমিক ২ শতাংশ দক্ষ পেশাজীবী, যেমন সফটওয়্যার ডেভেলপার।
অদক্ষ থেকে দক্ষ অভিবাসনের এই পরিবর্তন বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের একটি ইতিবাচক অগ্রগতি মনে করা হচ্ছে। ঐতিহাসিকভাবে অদক্ষ শ্রম রপ্তানির জন্য পরিচিত এই দেশের শ্রমশক্তি এখন বেশি দক্ষ এবং বহুমুখী হয়ে উঠছে। এই পরিবর্তন বাংলাদেশের শ্রমবাজারের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ, যা নীতিনির্ধারক, গবেষক এবং শ্রমবাজারে আগ্রহী ব্যক্তিদের মধ্যে আশার সঞ্চার করছে।
তবে বছর বছর প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়লেও নারী কর্মীর সংখ্যা বাড়ছে না। এই ছয় মাসে নারী কর্মী গেছে মাত্র ১৩,১৯০ জন, যা মোট কর্মীর মাত্র ৬ শতাংশ, এদের বেশিরভাগই হচ্ছে গৃহকর্মী। আলোচ্য ছয় মাসে কর্মী যাওয়ার ক্ষেত্রে বিভাগ হিসেবে দেখলে সবার আগে ঢাকা বিভাগ, এই সময়ে ঢাকা বিভাগ থেকে কর্মী গেছে ১২১,৫২০ জন, এর পরে রয়েছে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে গেছে ৯১,৫৩০ জন, খুলনা ও রাজশাহী থেকে গেছে যথাক্রমে ৩৭,২৯০ ও ৩৫,৬৬০,ময়মেনসিং থেকে গেছে ২৬০১০ ও সিলেট থেকে গেছে ১৭৩৮০জন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com