নেপাল সে দেশের বেকারদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, দেশটির পতিবছর পাঁচ লাখ কর্মী শ্রমবাজারে প্রবেশ করে, মাত্র এক লাখের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বাকী চার লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এই লক্ষ্যে জাপানে আরও কর্মী পাঠাতে চাইছে নেপাল। নেপালের শ্রমমন্ত্রী টোকিওতে প্রভাবশালী পত্রিকা নিক্কেইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।
নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী শরৎ সিং ভান্ডারির মতে, নেপালে প্রতি বছর পাঁচ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু নেপালে বছরে মাত্র একলাখ কর্মী চাকরির সুযোগ পায়, প্রায় চার লাখ কর্মীর বিদেশে কাজ করা দরকার।
অনেক নেপালি মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ার মতো দেশে নির্মাণ খাতে কাজ করে, কিন্তু সেসব দেশে বেতন ভাতা আকর্ষণীয় নয়। তার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ায় আরও লোক পাঠাতে চায়।
কেউ কেউ যুক্তি দেখান যে জাপানের মুদ্রা ইয়েনের মূল্য হ্রাস এবং অন্যান্য উন্নত দেশের তুলনায় বেতন বৃদ্ধির হার কম হওয়ায় জাপানে কাজ করতে কর্মীদের আগ্রহ কম। কিন্তু নেপালিদের জন্য জাপান একটি আকর্ষণীয় ও উন্নত অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হয় এবং মজুরি আকর্ষণীয়।
জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ জাপানে প্রায় এক লাখ ৭৬ হাজার নেপালি নাগরিক বসবাস করছে।
কেউ কেউ চাকরি খোঁজার অভিপ্রায়ে জাপানে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছেন বলে মনে করা হচ্ছে।
ভান্ডারি বলেন, যদিও আমাদের সরকারের নেপালি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা করতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই, বিদেশে পড়াশোনা করা এবং অভিবাসী হিসেবে কাজ করার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য থাকা উচিত। তিনি বলেন, যদি কোনো নেপালি জাপানে কাজ করতে যেতে চান তাহলে তাকে একজন নির্দিষ্ট দক্ষ কর্মী হিসেবে যেতে হবে।
নির্দিষ্ট দক্ষ কর্মী ভিসার জন্য আবেদনকারী প্রার্থীদের তাদের পেশাদার দক্ষতা এবং জাপানি ভাষার দক্ষতা প্রদর্শনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু নেপালে, পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা কেন্দ্র নেই, অন্যদিকে অন্যান্য প্রশাসনিক অবকাঠামোর অভাব রয়েছে।
অনেক ক্ষেত্রে, পরীক্ষার আবেদনের ওয়েবসাইট জ্যামের জন্য ওভারলোড হয়ে যায়, এর ফলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা কঠিন হয়ে যায়।
ভান্ডারি বলেন, নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার থেকে পাঁচটি টেনিং সেন্টার থাকা উচিত, সেইসঙ্গে দেশের অন্যান্য প্রদেশে এক বা দুটি টেনিং সেন্টার থাকা উচিত। দেশটি জাপান সরকারের কাছে পরীক্ষার পরিবেশ উন্নত করতে সহায়তার জন্য অনুরোধ করছে।
ভান্ডারি টোকিওতে অ্যাসোসিয়েশন ফর দ্য এমপ্লয়মেন্ট অফ ফরিন ন্যাশনালসের উদ্যোগে আয়োজিত দ্বিপাক্ষিক কর্মসংস্থান সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ভান্ডারি বলেন, জাপানের মতো জায়গায় কাজ করা নেপালের দারিদ্র্য ও বৈষম্য দূর করতে সাহায্য করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com