ফাইল ছবি
দেশে কর্মী সংকট দেখা দেওয়ায় আগামী বছর ফিনল্যান্ডে বিদেশি শ্রমিক রিক্রুট বাড়বে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
এই দিকে দেশটিতে বিভিন্ন দেশ থেকে পড়ালেখা করতে আসা ছাত্রদের সংখ্যা এখনো সর্বোচ্চ রয়েছে। চলতি বছর এই সংখ্যা গিছে পৌঁছাবে ১৫ হাজারে। ধারণা করা হচ্ছে আগামী বছর ওই সংখ্যা হবে ১৬ হাজার। প্রতিবছর এক হাজার করে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, ইন্ডিয়ার মতো দক্ষিণ এশিয়ার দেশ থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আসে; যেখানে বেকারত্বের হার অনেক বেশি।
অন্যদিকে দেশটিতে ২০২৫ সালজুড়ে দুই থেকে তিন হাজার ব্যক্তি রাজনৈতিক আশ্রয় প্রার্থণার জন্য আবেদন করতে পারে বলে জানানো হয়েছে। এদেরকে সাময়িকভাবে নিরাপত্তা দেওয়া হতে পারে বলে কর্তপক্ষ জানিয়েছেন। এদের বেশিরভাগ হচ্ছে ইউক্রেনের নাগরিক।
দেশটির লেবার ফেডারেশনের তথ্যে বলা হয়, ২০২৩ সালে ৪২,২০০ জনকে সে দেশে থাকার অনুমতি দিয়েছে, যেটা আগের বছরের তুলনায় ৬,৭০০ জন কম।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com