ফাইল ছবি
আয়ারল্যান্ডের বিভিন্ন সেক্টরে বিশেষ করে নির্মাণ খাতে বিপুল সংখ্যক বিদেশী কর্মীর প্রয়োজন।
তবে, ভিসা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় বিধায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীরা নিরুৎসাহিত হচ্ছে এবং তারা বাধ্য হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। শেনজেন নিউজ।
নির্মাণ শিল্প ফেডারেশন (সিআইএফ) বলেছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীদের তাদের আবেদনের প্রতিক্রিয়া পেতে চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সিআইএফ পরিচালক শন ডাউনির মতে, এই দীর্ঘসূত্রিতা সম্ভাব্য কর্মীদের আয়ারল্যান্ডে পৌঁছাতে বাধা হয়ে আছে। এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির নির্মাণ খাত।
বিদেশি নির্মাণ শ্রমিক রিক্রুটের কোন বিকল্প নেই, এই বিবেচনায় ডাউনি এই সমস্যা মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে যতো তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে ডাউনি এ সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকার সমালোচনা করেন। তিনি বলেছেন যে ভিসার জন্য দীর্ঘ অপেক্ষার কারণে নির্মাণাধীন আবাসন ইউনিটগুলিকে প্রভাবিত করছে, এই সমস্যা সমাধানে দ্রুত এই বাধা দূর করা দরকার।
বিদেশী কর্মী নিয়োগে ভিসা বিলম্ব হলেও, কর্তৃপক্ষ বলেছে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিপুল সংখ্যক ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে।
তথ্যে দেখা যায় এই বছরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত, আইরিশ কর্তৃপক্ষ নির্মাণ সেক্টরে মোট মোট ৫৭৭টি ওয়ার্ক পারমিট দিয়েছে। এটি ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, ওই সময় আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য মাত্র ২৬২টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছে।
২০২৪ সালের তথ্যে বলা হয়, নির্মাণ সেক্টরে আয়ারল্যান্ড মোট ১,৫২৩টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছে। দেশটির শ্রমশক্তি জরিপের বলা হয়, দেশটিতে নির্মাণ কাজে নিযুক্ত বিদেশি কর্মীর সংখ্যা এক লাখ ৭১ হাজার, তবে ২০৩০ সালের জন্য আবাসন খাতে সংস্কার কার্যক্রম সফল করতে আরও কয়েক হাজার কর্মীর প্রয়োজন হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com