ঢাকা, বাংলাদেশ ১৯ এপ্রিল, ২০২৫

টোটাল ক্রোয়েশিয়ার প্রতিবেদন

ক্রোয়েশিয়া সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে নেপাল থেকে

ক্রোয়েশিয়া সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে নেপাল থেকে

ফাইল ছবি

Publish : 06:10 AM, 16 April 2025.
প্রবাসন ডেস্ক :

 প্রতিবেশী দেশগুলি থেকে কর্মী নেওয়া কমিয়ে দিয়ে নেপাল থেকে  সর্বোচ্চ সংখ্যক কর্মী নিচ্ছে ক্রোয়েশিয়া। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ক্রোয়েশিয়া যাদেরকে থাকা ও কাজের অনুমতি দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি নেপালি নাগরিক। 

প্রতি পাঁচজনের মধ্যে একজন নেপালি নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছে। এই সংখ্যা ১২,০০০ এরও বেশি। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩% বেশি। একইসঙ্গে দেশটির প্রতিবেশি দেশগুলো থেকে কর্মী নেওয়া ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

 সৌদি আরবে কাজ শেষে দেশে ফিরে আসা একদল দক্ষ কর্মী রয়েছে নেপালে, যারা আরো উন্নত ভবিষ্যতের জন্য ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী। ক্রোয়েশিয়ার এই শ্রমবাজারের চাহিদার কথা বিবেচনা করে নেপালে ক্রোয়োশিয়ার ভাষা শেখার সেন্টারও গড়ে উঠেছে। 

কেবল মার্চ মাসে নেপাল এবং বসনিয়া ও হার্জেগোভিনা থেকে কর্মীদের কর্মসংস্থানের জন্য প্রায় একই সংখ্যক ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। 

বসনিয়া ও হার্জেগোভিনার কর্মীদের জন্য চলতি বছরের প্রথম তিন মাসে ৯,৩৮৯টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬২০টি কম। একইভাবে, সার্বিয়া থেকে আসা কর্মীদের জন্য প্রায় একশর কম ওয়ার্ক পারমিট (মার্চ পর্যন্ত মোট ৫,৯৪৫) ইস্যু করা হয়েছিল। নিকটবর্তী অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে, শুধুমাত্র ম্যাসেডোনিয়ার নাগরিকদের ক্ষেত্রে সামান্য বৃদ্ধি পেয়েছে। (গত বছরের তুলনায় প্রায় ২০০ সংখ্যা বেশি।)

গতবছর ভারত, ফিলিপাইন ও মিশরের কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে বাংলাদেশের কর্মীদের জন্য ইস্যু করা ওয়ার্ক পারমিটেরর সংখ্যা। একই সময়ে, দূরবর্তী এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় গতবছর  দেশগুলির শ্রমিকদের ক্ষেত্রে, ২০২৪ সালের তুলনায় কেবলমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য পারমিট ইস্যুর সংখ্যা কম রেকর্ড করা হয়েছে। 

ভারতীয়দের জন্য ইস্যু করা ওয়ার্ক পারিমিটের সংখ্যা গতবছরের তুলনায় ৫শ বেড়ে হয়েছে ৫,৫৫৫টি। ফিলিপিনোদের ক্ষেত্রে প্রায় ৬,০০০ পারমিট ইস্যু করা হয়, যা গত বছরের তুলনায় প্রায় ১,৮০০টি বেশি।  অন্যদিকে মিশরীয় নাগরিকদের জন্য জারি করা পারমিটের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে সবগুলো দেশকে ছাড়িয়ে নেপালের নাগরিকদের জন্য সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট ইস্যু করছে। 

ক্রোয়েশিয়ায় মৌসুমী কর্মসংস্থানের বিষয়টা অনেক দিন থেকে বজায় রয়েছে। ফেব্রুয়ারির শুরু থেকে মৌসুম শুরুর পর থেকে কর্মসংস্থান বৃদ্ধি পেতে থাকে। ২০২৫ সালের দ্বিতীয় মাসে ক্রোয়েশিয়ান পেনশন বীমা ইনস্টিটিউটে নিবন্ধিত বীমাকৃত ব্যক্তির সংখ্যা ৪,০০০ এরও কম বেড়েছে। অথচ মার্চ মাসে এটি ১১,০০০ এরও বেশি বৃদ্ধি পেয়ে মোট ১.৭২ মিলিয়নে পৌঁছেছে। পর্যটন এবং আতিথেয়তা  এবং নির্মাণ খাতে কর্মসংস্থান বৃদ্ধি এতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 

২০২৫ সালের প্রথম তিন মাসে রেসিডেন্স ও কাজের অনুমতিপত্রের সংখ্যা ৫৩,৬৬২ এ পৌছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১,৪৭০ বেশি। 

তবে, এটি লক্ষণীয় যে নতুন কাজের জন্য জারি হওয়া ওয়ার্ক পারমিটের সংখ্যা ৩৬,২০০০ থেকে কমে হয়েছে ৩৪,০০০ হাজার। গত বছরের তুলনায় মৌসুমী চাকরির জন্য ওয়ার্ক পারিমিট ইস্যুর সংখ্যা সামান্য কমেছে। তবে একই সময়ে এক্সটেনশনের সংখ্যা ৪,০০০ বৃদ্ধি পেয়ে মোট ১৭,২৫০টিতে পৌঁছেছে।

বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে নির্মাণ খাত। গত তিন মাসে এই খাতে জারি করা পারমিটের সংখ্যা ১৭,৩৪৩টি। গত বছরের একই সময়ের তুলনায় ২০০০ টি সংখ্যা কম। একই সময়ে পর্যটন ও আতিথেয়তা খাতে ১৫,৮৭০টি পারমিট ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১,৬৪০টি বেশি। বাণিজ্য খাতে প্রায় ৯০০টি বেড়ে হয়েছে ২,৭৭৯টি এবং পরিবহন ও যোগাযোগ খাতে ৪,৪০০টি পারমিট ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬৫০টি বেশি। 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রোয়েশিয়া সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে নেপাল থেকে শিরোনাম গৃহকর্মী নিয়োগের পদ্ধতি সহজ করলো সংযুক্ত আরব আমিরাত শিরোনাম বিকল্প ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেবে রোমানিয়া শিরোনাম জনশক্তি রপ্তানি: বাজার নেমেছে পাঁচ দেশে শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ