ফাইল ছবি
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ফেব্রুয়ারি) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ইউরোপের দেশগুলোতে অভিবাসী প্রবেশ আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমেছে। তবে এর মধ্যে পশ্চিম বলকান রুটে উল্লেখযোগ্য হারে কমেছে।
পশ্চিম আফ্রিকান রুটে অবৈধ অভিবাসী প্রবেশ উল্লেখযোগ্য কমলেও এই রুট এখনো অবৈধ অভিবাসীদের জন্য ব্যস্ত রুট হয়ে আছে। গত দুই মাসে ৭২০০ অবৈধ অভিবাসী এই রুট দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। মালি, সেনিগাল ও গিনির নাগরিকরা এই ক্ষেত্রে এগিয়ে আছে।
অন্য দিকে ইউরোপে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় রুট হিসেবে ব্যবহৃত হয় মধ্য ভূমধ্যসাগরীয় রুট। এই রুটে বিগত দুই মাসে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশ করেছে। বছর হিসেবে এই রুটে অবৈধ অভিবাসী পবেশ ৪৮ শতাংশ বেড়েছে, সংখ্যার হিসেবে ৬৯০০ জন। পাচারকারীরা কর্তৃপক্ষের নজরদারি এড়াতে শক্তিশালী স্পিডবোট ব্যবহার করে থাকে। বাংলাদেশের নাগরিকরা এই রুটে সবচেয়ে বেশি অনুপ্রবেশের চেষ্টা করেন। তারা প্রায় লিবিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক কাজের চুক্তির মাধ্যমে লিবিয়া প্রবেশ করেন এরপর সমুদ্রপথে ইউরোপের পথে যাত্রা করে।
আইওএম অনুমান করছে বিগত দুই মাসে সমুদ্রে ডুবে ২৪৮জন প্রাণ হারিয়েছে। বিগত ২০২৪ সালে ২৩শ’ অভিবাসী প্রাণ হারিয়েছে সমুদ্রে নৌকা ডুবে।
ফেব্রুয়ারির শেষে পূর্ব ভূমধ্যসাগরীয় রুটটি তৃতীয় ব্যস্ততম রুট হয়ে উঠে। এই রুটে ৬ হাজার ৫শ’ অভিবাসী প্রত্যাশী গমন করেছে। গতবছরের তুলনায় ৩৫ শতাংশ কমেছে। অক্টোবরে এই সংখ্যা ৬ হাজার ৭শ উঠে যায়। আবহাওয়ার কারণে এই রুটে চাপ ক্রমাগত কমছে। ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে ২ হাজার ৭৫০ এ নেমে এসেছে।
এই রুটে ইউরোপ যেতে হলে প্রতিজন অভিবাসীকে ৫ হাজার থেকে ৮ হাজার ইউরো দিতে হয়।
গতবছরের তুলনায় বলকান রুটে অবৈধ অভিবাসন ২৮ শতাংশ কমেছে, দুই মাসে মাত্র ১৪শ’ জন এই রুট অতিক্রম করছে। এই রুটে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ ও সিরিয়ার নাগরিক।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com