প্রবাসন নিউজ
কয়েক ঘন্টা তর্কবিতর্ক ও আলাপ আলোচনার পর সৌদি আরবের ক্ষেত্রে একক ভিসার বিষয়ে কোন সিদ্ধান্ত না হলেও রিক্রুটিং এজন্সির মালিকদের উত্থাপিত কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সৌদি আরবের ক্ষেত্রে ২৮ তারিখের আগে যেসব আবেদন জমা পড়েছে সেগুলোর সত্যায়ন আগের নিয়মেই হবে।
অনিয়ম দুর্নীতি বন্ধ ও সৌদিতে একক ভিসায় সত্যায়নের নিয়ম বাতিলসহ বিভিন্ন দাবিতে বিএমইটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে রিক্রুটিং এজন্সির মালিক ও ভুক্তভুগীদের বাদানুবাদ, হই হট্টোগোল হয়েছে।
বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফ্ফরের দফতরে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে ৩০ জনেরও বেশি রিক্রটিং এজেন্সির মালিক আলোচনায় বসেন।
এই সময় বিক্ষুব্ধ রিক্রুটিং এজেন্সির মালিকরা ভিসা সত্যায়নের নিয়ম তুলে নেওয়ার দাবি জানান। তারা বলেন, ‘ সৌদিতে এতোদিন ২৪টি পর্যন্ত ভিসাকে একক ভিসা হিসেবে ধরে সত্যায়ন করা হয়েছে। হঠাৎ করে প্রতিটি ভিসার জন্য সত্যায়নের নিয়ম করা হয়েছে। এতে ভিসা সত্যায়নের জট লেগে গেছে। এজেন্সির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের টিকিট হয়ে গেছে কিন্তু ম্যানপাওয়ার হচ্ছে না।’
তারা বলেন,‘অনলাইন অফলাইনে আবেদন জমা নেওয়া হতো, হঠাৎ করে সরাসরি আবেদন নেওয়া বন্ধ করে দেওয়ায় ভোগান্তির তৈরি হয়েছে।’
অনুবাদে লোকবল বাড়ানোর দাবি করে তারা বলেন, ‘অনুবাদে অনেক সময়ক্ষেপণ করা হয়, যা কাঙ্ক্ষি নয়।’
‘গেট বন্ধ করার কারণে ফাইলে কাগজপত্রে কোন ঘাটতি আছে কিনা তা জানা যায় না, এবং তা জানেত জানতে দশ বারো দিন লেগে যায়। এছাড়া গেট বন্ধ থাকলেও একটা বিশেষ মহলকে ঢুকতে দেওয়া হয় এবং সেখানে ঘুষের লেনদেন হয়। তারা এই গেট খুলে দেওয়ার দাবি জানান।’
৫ মার্চ ২০২৫্এই ঘটনা ঘটে। এ দিন ১২টা থেকে তিনটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে দফায় দফায় তর্ক বিতর্ক ও আলোচনার পর সৌদি আরবের ক্ষেত্রে একক ভিসার বিষয়ে কোন সিদ্ধান্ত না হলেও অন্য বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির আগে পর্যন্ত আবেদনের ক্ষেত্রে আগের নিয়মে সত্যায়ন হবে। এছাড়া অফলাইনে আবেদন নেওয়া হবে। গেট বন্ধ থাকলেও আবেদনকারীরা যাতে যোগাযোগ করতে পারে সেজন্য ইন্টারকমের ব্যবস্থা থাকবে, অনুবাদের ক্ষেত্রে কোন সময়ক্ষেপন করা হবে না।
বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফ্ফর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,‘ রিক্রুটিং এজেন্সির মালিকরা দাবি করেছেন সত্যায়ন উঠিয়ে দিতে। সৌদিতে গিয়ে যদি কোন সমস্যা না হতো, সবাই কাজ পেত তা হলে সত্যায়নের দরকার হতো না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।’
তিনি বলেন,‘মাননীয় উপদেষ্টা সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে কিছু অনিয়ম দেখে এসেছেন। কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে একক ভিসার ক্ষেত্রে সত্যায়নের নিয়ম চালু করা হয়েছে।’
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার আলম সৌদি আরবের ক্ষেত্রে একক ভিসা সত্যায়নের বিষয়ে বলেন,‘এই সিদ্ধান্ত বতিলের সিদ্ধান্ত নিতে হলে সময় দিতে হবে। আমরা মাননীয় উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা করে সিন্ধান্ত নেব।’
অনিয়ম দুর্নীতির বিষয়ে তিনি বলেন,‘এখানে দুর্নীতি অনিয়ম হচ্ছে আপনাদের এই অভিযোগ অস্বীকার করতে পারবো না। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো হয়েছে। আমরা কাজ করছি, আমাদের সময় দেন পরিস্থিতি আরো ভালো হবে।’
একক ভিসা নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে জানতে চাইলে রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেন,‘ হসত্যায়ন করার পরও যদি সমস্যা হয় তা সমাধান কি সরকার করতে পারবে? পরিস্থিতির জন্য আমরা রিক্রুটিং এজন্সির মালিকরা অনেকাংশে দায়ী। আমরা যদি কর্মীদের দক্ষ করে জিরো মাইগ্রেশন কস্টে পাঠাতাম তা হলে এই সত্যায়নের বিষয়টা আসতো না। কিন্তু এই প্রক্রিয়া চালু না করে হঠাৎ করে এই নিয়ম চালু করলে আমাদের সৌদির বাজার ধবংস হবে। এই সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। সত্যায়ন চালু করলেও বেতনের সমস্যা, চাকরির সমস্যা কি দূর করতে পারবে সরকার? পরিস্থিতি আরো খারাপ হবে। তাই নতুন নিয়ম বাতিল করতে হবে। এবং এই বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। ‘
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com