ঢাকা, বাংলাদেশ ০৪ এপ্রিল, ২০২৫

সৌদিতে একক ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করায় জনশক্তি প্রেরণ কমেছে

সৌদিতে একক ভিসা সত্যায়ন   বাধ্যতামূলক করায় জনশক্তি   প্রেরণ কমেছে

ফাইল ছবি

Publish : 04:47 AM, 09 March 2025.
প্রবাসন প্রতিবেদন :

সৌদি আরবে প্রতিটি ভিসার ক্ষেত্রে সত্যায়ন বাধ্যতামূলক করায় সার্বিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজারে। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সৌদিতে জনশক্তি প্রেরণ কমেছে ৪২ শতাংশ।  সৌদি আরব এখন একক শ্রমবাজার হওয়ায় এর নেতিবাচক প্রভাব সার্বিকভাবে শ্রমবাজারে পড়েছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে জনশক্তি প্রেরণ ৩৬ শতাংশ কমেছে। গতবছরের এই সময়ের তুলনায় ১৬ শতাংশ কমেছে। বিএমইটির সূত্রে এই তথ্য জানা গেছে। 

বিএমইটির তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারিতে দেশ থেকে জনশক্তি প্রেরণ হয়েছে ৬২,৪৩৬ জন, জানুয়ারিতে যা ছিল ৯৭,৮৬২জন।  সৌদি আরবে জানুয়ারিতে কর্মী গেছে ৭৬,৬১৮ জন, ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে ৪৪,২৫৮জন। 

প্রতিটি ভিসার ক্ষেত্রে সত্যায়ন বাধ্যতামূলক করায় জনশক্তি প্রেরণের গতি কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিক্রুটিং এজন্সিগুলোর মালিকরা জানিয়েছেন।

এতোদিন এক থেকে ২৪টি ভিসাকে একক ভিসা হিসেবে সত্যায়ন করা হতো, সম্প্রতি সরকার প্রতিটি ভিসার ক্ষেত্রে সত্যায়নের বিধান চালু করেছে। জানুয়ারির শেষের দিক থেকে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

বিএমইটির সূত্রে বলা হয়েছে, সৌদিতে গিয়ে অনেকে চাকরি পাচ্ছেন না, ঠিক মতো বেতন পাচ্ছেন না। এইসব অনিয়ম রোধে প্রতিটি ভিসার ক্ষেত্রে সত্যায়নের নিয়ম চালু করা হয়েছে। 

রিক্রুটিং এজেন্সিগুলো শুরু থেকেই এই নিয়মের বিরোধিতা করে আসছে। তারা বলেছেন, ‘বিভিন্ন দেশের শ্রমবাজারে স্থবিরতা রয়েছে। নতুন নতুন শ্রমবাজার খুলছে না। এখন সৌদি আরবের শ্রমবাজারের উপর নির্ভর করে আমরা টিকে আছি, নতুন নিয়মের ফলে কর্মী প্রেরণ কমে যাবে, এতে আমাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে, অন্যদিকে দেশে রেমিট্যান্স প্রবাহও কমে যাবে।’

৫ মার্চ বায়রার সাবেক মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ রিক্রুটিং এজেন্সিগুলো বিএমইটিতে বিক্ষোভ প্রদর্শন করে সত্যায়নের নিয়ম তুলে দেওয়ার দাবি জানায়। দীর্ঘ সময় বাকবিত-ার পর বিএমইটির ডিজি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমাকৃত আবেদনের ক্ষেত্রে অগের নিয়ম সত্যায়ন হবে বলে জানান এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা দেন। 

রাবিড সভাপতি আরিফুর রহমান বলেন,‘বর্হিগমন ছাড়পত্র ও এম্বাসির সত্যায়ন এই দুটোর কোনটারই দরকার নাই, তাই এই দুইটা তুলে দিতে হবে। নেপাল, শ্রীলঙ্কা, ভারত, ফিলিপাইন এইসব দেশে বর্হিগমন ছাড়পত্র বা সত্যায়নের পদ্ধতি নেই। প্রবাসে কোন সমস্যা হলে দেশগুলোর এম্বাসি তড়িৎ সেগুলো সমাধানের উদ্যোগ নেয়। 

অন্যদিকে বিদেশে কর্মীর কোন সমস্যা হলে এর দায়-দায়িত্ব আমাদের এম্বাসিগুলো নেয় না, কিন্তু সত্যায়ন ও বহির্গমন ছাড়পত্র বাধ্যতামূলক করে রেখেছে। এতে করে কর্মীদের হয়রানি বাড়ছে, বিদেশ যেতে দীর্ঘসূত্রিতা বাড়ছে।’ 

তিনি বলেন,‘এম্বাসির সত্যায়ন বা মন্ত্রণালয়ের বহির্গমন ছাড়পত্র এর কোনটার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ বা সেই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠানের কোন চাহিদা নেই। এটা আমাদের দেশের একটা প্রক্রিয়া। নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং ভারতের ক্ষেত্রে সত্যায়ন ও বহির্গমন ছাড়পত্র লাগে না কারণ কর্মীদের দায়িত্ব দেশগুলোর এম্বাসি নেয়। কোন কর্মীর সামান্য সমস্যা হলেও এম্বাসির পক্ষ থেকে সেটা সমাধান করা হয়।

এছাড়া এইসব দেশ বিদেশে দক্ষ কর্মী পাঠায়, দেশগুলোতে সেভাবে ভিসা ট্রেডিং হয় না। এই কারণে তারা দ্রুত সময়ে দক্ষ কর্মী পাঠাতে পারে।’

তিনি বলেন, ‘আমাদেরকে সত্যায়ন ও বহির্গমন আরো সহজ করতে হবে এবং এম্বাসিগুলোকে কর্মীর দায়িত্ব নিতে হবে। এছাড়া ভিসা ট্রেডিং কমিয়ে ধাপে ধাপে মাইগ্রেশন কস্ট জিরোতে নিয়ে আসতে হবে।’  

 তথ্য মতে সৌদি আরবের পরেই রয়েছে কাতার, সিঙ্গাপুর, কুয়েত এবং জর্ডান। দেশগুলোতে ফেব্রুয়ারিতে কর্মী গেছে যথাক্রমে ৭১৫০, ৩৭৩৫, ২০৮৪ এবং ৮৭৩ জন। 

এছাড়া ইউরোপের দেশ পর্তুগালে গেছে ৩৪০ জন, সাইপ্রাসে গেছে ১১৬ জন, ক্রোয়েশিয়ায় গেছে ৮৯ জন, সার্বিয়ায় গেছে ৮৪ জন, হাঙ্গেরিতে গেছে ৬৪ জন, রোমানিয়া গেছে ৪৬ জন।  

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, যা একক মাস হিসেবে সর্বোচ্ছ। 

মাইগ্রেশন বিশেষজ্ঞদের মতে আমাদের যে পরিমাণে কর্মী প্রবাসে কাজ করছেন সে তুলনায় রেমিট্যান্স অনেক কম। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হলে দক্ষ কর্মী তৈরির বিষয়ে জোর দিতে হবে। কেবল ইউরোপ নয়, সৌদি আরবেও দক্ষ কর্মীর চাহিদা আছে। ’ 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জার্মানিতে স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে শিরোনাম আমাদের সহযোগিতা করুন দেশের অর্থনীতি পাল্টে দেব শিরোনাম রাবিডের ইফতার মাহফিল ও ব্যবসায়ীক আলোচনা সভা শিরোনাম সরকারের হস্তক্ষেপে ৭৫ শতাংশ দাম কমেছে এয়ার টিকিটের: আটাব শিরোনাম ফিনল্যান্ডে প্রবাসী কর্মীর চাহিদা বাড়ছে শিরোনাম ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ ২৫ শতাংশ কমেছে