ঢাকা, বাংলাদেশ ০৪ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ও সিঙ্গাপুর স্বচ্ছ ও সাশ্রয়ী অভিবাসন চায়

বাংলাদেশ ও সিঙ্গাপুর স্বচ্ছ ও সাশ্রয়ী অভিবাসন চায়

ফাইল ছবি

Publish : 05:41 AM, 11 March 2025.
প্রবাসন ডেস্ক :

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অভিবাসী কর্মীদের প্রতি সিঙ্গাপুরের  পেশাদার এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে শুক্রবার কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, খরচ কমানো এবং নিয়োগ প্রক্রিয়া উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী ডঃ তান সি লেং-এর সাথে সিঙ্গাপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন,  যেখানে তারা বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

সিদ্দিকী অভিবাসী কর্মীদের প্রতি, বিশেষ করে স্বাস্থ্যসেবা প্রদানের  ক্ষেত্রে সিঙ্গাপুরের পেশাদার এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে, ডঃ তান নির্মাণ খাতে বাংলাদেশি সহ অভিবাসী শ্রমিকদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন।

সিদ্দিকী সিঙ্গাপুরের দ্বিতীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডঃ তানকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার অগ্রগতি সম্পর্কে জানান।

তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তিটি বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মীদের জন্য সুযোগ তৈরি করবে।

এর আগে, বিশেষ দূত সিদ্দিকী সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে  ‘আইপিএ’ ( ইন প্রিন্সিপাল এপ্রোভাল) এর জন্য একটি নতুন অনলাইন অ্যাটেস্টেশন পরিষেবা উদ্বোধন করেন।

আইপিএ হল সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রদত্ত প্রাথমিক ওয়ার্ক পারমিট। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে, বাংলাদেশ তার মিশনের একজন দক্ষ কর্মকর্তার দ্বারা আইপিএ পর্যালোচনা এবং অনুমোদন করা বাধ্যতামূলক করে।

আগে সম্ভাব্য নিয়োগকর্তা এবং তাদের এজেন্টদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বাংলাদেশ মিশনে সশরীরে যাওয়ার দরকার হতো। নতুন অনলাইন ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে, পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে সম্পন্ন করা যেতে পারে।

সিঙ্গাপুরে বাংলাদেশী কর্মীদের প্রতিনিধিদের সাথে এক  বৈঠকে সিদ্দিকী তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি  দেন।

পরবর্তীতে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার সহ একটি আন্তঃমন্ত্রণালয় গোষ্ঠী কয়েক বছর ধরে বন্ধ থাকা দীর্ঘ প্রত্যাশিত অনলাইন অ্যাটেস্টেশন পরিষেবাটি কয়েক সপ্তাহের মধ্যে চালুর বিষয়  নিশ্চিত করেন।

বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং উপদেষ্টা ডঃ আসিফ নজরুল উভয়েই অভিবাসী কর্মীদের কল্যাণকে এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বিমানবন্দরের পরিবেশ এবং পাসপোর্ট পরিষেবা উন্নত করার জন্য, বিমান ভাড়া পর্যবেক্ষণ করার জন্য এবং অভিবাসী কর্মীদের উদ্বেগের প্রতি আরও সংবেদনশীল হওয়ার জন্য কাজ করছি। যদিও এখনও অনেক কিছু করা বাকি আছে, তবুও কিছু ইতিবাচক ফলাফল দেখা উৎসাহজনক।’

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জার্মানিতে স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে শিরোনাম আমাদের সহযোগিতা করুন দেশের অর্থনীতি পাল্টে দেব শিরোনাম রাবিডের ইফতার মাহফিল ও ব্যবসায়ীক আলোচনা সভা শিরোনাম সরকারের হস্তক্ষেপে ৭৫ শতাংশ দাম কমেছে এয়ার টিকিটের: আটাব শিরোনাম ফিনল্যান্ডে প্রবাসী কর্মীর চাহিদা বাড়ছে শিরোনাম ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ ২৫ শতাংশ কমেছে