ফাইল ছবি
জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে বিশেষায়িত সেক্টরে।
২০২৪ সালের অক্টোবর পর্যন্ত জাপানে মোট বিদেশি কর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ লাখ, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বা আড়াই লাখ বেশি। দেশটির হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে বলা হয় ২০২৪ সালের পর প্রবাসী কর্মী বৃদ্ধিতে এটা নতুন রেকর্ড।
দেশটিতে প্রবাসী কর্মীর দিক থেকে শীর্ষে রয়েছে ভিয়েতনাম, কর্মীর সংখ্যা ৫ লাখ ৭০ হাজার, যা মোট কর্মীর ২৪ দশমিক ৮ শতাংশ। এর পরে রয়েছে চীন ও ফিলিপাইনের কর্মী, কর্মীর সংখ্যা যথাক্রমে চার লাখ এবং দুই লাখ ৪০ হাজার। বছরের হিসাবে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ পেয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকে, কর্মীর সংখ্যা যথাক্রমে ৬১ শতাংশ, ৩৯.৫ শতাংশ, এবং ৩৩.৭ শতাংশ।
সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি কর্মী নিয়োজিত আছে ম্যানুফ্যাকচারিং খাতে, যা মোট কর্মীর ২৬ শতাংশ, এর পরে রয়েছে সেবা খাত এবং হোল সেল ও রিটেল; বছরের হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে হেলথ কেয়ার, নির্মাণ ও হোটেল- রেস্টুরেন্ট খাতে, কর্মীর সংখ্যা যথাক্রমে ২৮.১ শতাংশ ও ২২.৭ শতাংশ ও ১৬.৯ শতাংশ। জাপানের তিনটি এলাকায় সবচেয়ে বেশি প্রবাসী কর্মী বসবাস করে; এলাকাগুলো হলো টোকিও, আইচি ও ওসাকা, টোকিওতে বসবাসকারী প্রবাসীর সংখ্যা হচ্ছে ২৫ দশমিক ৪ শতাংশ, আইচিতে ১০ শতাংশ এবং ওসাকাতে ৭ দশমিক ৬ শতাংশ।
ভিসা ক্যটাগরিতে হিসাব করলে সবচেয়ে বেশি বেড়েছে বিশেষায়িত সেক্টরে। বছরের হিসেবে বিশেষায়িত বা টেকনিক্যাল খাতে বিদেশি কর্মী বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ বা ৭ লাখ ২০ হাজার। এর মধ্যে রয়েছে ডাক্তার,আইনজীবী, ইঞ্জিনিয়ার, নার্স উল্লেখযোগ্য। সূত্র: নিপ্পন নিউজ।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com