ঢাকা, বাংলাদেশ ০৭ এপ্রিল, ২০২৫

আলোচনা সভা ও ইফতার মাহফিলে রাবিডের সভাপতি আরিফুর রহমান

আমাদের সহযোগিতা করুন দেশের অর্থনীতি পাল্টে দেব

আমাদের সহযোগিতা করুন দেশের অর্থনীতি পাল্টে দেব

প্রবাসন নিউজ

Publish : 10:41 AM, 23 March 2025.
প্রবাসন প্রতিবেদক :
  • এখন প্রবাসীদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দল দরকার
  • ঈদের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সংস্কার প্রস্তাব তুলে ধার হবে

‘দেশে যে এতো হানাহানি, মারামারি, লুটপাট, চাঁদাবাজী হচ্ছে তার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট। এই সংকট দূর করা কঠিন নয়। সরকার যদি আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে সাপোর্ট করে তা হলে আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি পাল্টে দেব, তখন হানাহানি বন্ধ হয়ে যাবে।’

রাবিডের উদ্যোগে আয়োজিত ব্যবসায়িক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে আরিফুর রহমান এই কথা বলেন। 

তিনি বলেন,‘সবাই ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন, ইনক্লুসিভ অর্থনীতি গড়ে তোলা ছাড়া ইনক্লুসিভ বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে? দেশের অর্থনীতি চলছে প্রবাসীদের পাঠানো টাকায়, সরকার তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে দায়িত্ব শেষ করছে, আর কিছু করছে না। আমাদের সাপোর্ট করুন আমরা অর্থনীতি পাল্টে দেব।’

আজ ২৩ মার্চ বিকেল সাড়ে চারটায় হোটেল সাংগ্রিলায় রাবিডের পক্ষ থেকে ব্যাবসায়িক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রাবিডের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, মো. ইউসূফ, মো.মতিউর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম তুষার, আজিজুর রহমান, শাহরিয়ার হোসেন, আহম্মদ আলী, শান্তদেব সাহা, খোকন দাস, দিদাদ ভূঁইয়া, কলি বিশ^াস, মো. নাজিম উদ্দিন, আমির হোসেন ভূঞা টিপু প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন রাবিডের কোষাধ্যক্ষ সৈয়দা পারভীন আক্তার। 

 আরিফুর রহমান বলেন, ‘দেড় কোটি প্রবাসী বিদেশে কাজ করছেন, তাদের পরিবারের সদস্যদের হিসাবে নিলে এই সংখ্যা অনেক বিশাল। এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থে কথা বলার কেউ নেই। আমরা দীর্ঘ দিন তাদের ভোটার করার দাবি জানিয়ে আসছি। এখন সরকার তাদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বিশাল সংখ্যক প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য রাজনৈতিক দল দরকার। আমরা রাজনৈতিক দল গঠনের চিন্তা করছি।’

তিনি বলেন,‘এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। ঈদের পর আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরবো।’ 

ছিদ্দিকুর রহমান ভূঁয়া বলেন,‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাবিড এগিয়ে যাচ্ছে, আমরা এর মধ্যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করেছি, ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপন করেছি, বিজনেস লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। এখন আমরা মেডিকেল সেন্টার স্থাপনের কাজ করছি।’

শান্তদেব সাহা বলেন.‘ইউরোপ ও উন্নত বিশে^র দেশগুলোতে বাজার সম্প্রসারণে রাবিড গঠিত হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি অদক্ষ কর্মী পাঠাবো না। এর মধ্যে সার্বিয়াসহ বেশ কিছু দেশের ডেলিগেট এসেছে। আগামীতে আরো আসবে।’

দিদার ভূঁইয়া বলেন,‘রাষ্ট্রচিন্তা ও রাবিড মিলে আমরা একটা সংস্কার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তখন মনে হয়েছে এই সেক্টরের সমস্যাগুলো সমাধান করা কঠিন। এর মধ্যে আমরা দেখেছি কয়েকটি সমস্যা সমাধান হয়েছে। টিকিট সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছে। এই সেক্টর নিয়ে আমাদের প্রত্যাশাগুলো অবশ্যই পূরণ করতে হবে।’

 মো.মতিউর রহমান বলেন,‘ট্রেনিং ছাড়া বিদেশে কর্মী পাঠিয়ে কোন লাভ নাই। দশটা অদক্ষ কর্মী পাঠানোর চাইতে একটা দক্ষ কর্মী পাঠানো অনেক ভালো। রাবিড এই লক্ষে কাজ করছে।’ 

জাহাঙ্গীর আলম তুষার বলেন,‘আমরা চাইলে প্রশিক্ষণ দিয়ে কৃষি শ্রমিকও পাঠাতে পারি, বিভিন্ন দেশে কৃষি শ্রমিকের অনেক চাহিদা।’

 মোস্তাফিজুর রহমান বলেন,‘ যে ছেলো অলস, কোন কাজ জানে না, সবাই অবহেলা করে সেই ছেলেটাই বিদেশে গিয়ে সোনার ছেলে হয়ে উঠে। সঠিক প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারলে সব ছেলেই দেশের জন্য সম্পদ হতে পারে।’ 

খোকন দাস বলেন,‘আমাদের জনশক্তির ৩০শতাংশ হচ্ছে তরুন, এদের কাজে লাগানোর উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ।’

কলি বিশ্বাস বলেন,‘ইউরোপের শ্রমবাজার অনেক বিশাল, এই শ্রমবাজারে আমরা একা কেউ ঢুকতে পারবো না, তাই আমরা একসঙ্গে কাজ করার জন্য রাবিড গঠন করেছি। এখন আমরা একা নয়।’ 

 সৈয়দা পারভীন আক্তার বলেন,‘অল্প দিনে রাবিড অনেকগুলো কাজ করেছে, এখন মেডিকেল সেন্টার স্থাপনের বিষয়ে কাজ করছে, দক্ষ কর্মী প্রেরণে রাবিড একটা দৃষ্টান্ত স্থাপন করবে।’

 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

ট্যুরিজম বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের শিরোনাম জার্মানিতে স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে শিরোনাম আমাদের সহযোগিতা করুন দেশের অর্থনীতি পাল্টে দেব শিরোনাম রাবিডের ইফতার মাহফিল ও ব্যবসায়ীক আলোচনা সভা শিরোনাম সরকারের হস্তক্ষেপে ৭৫ শতাংশ দাম কমেছে এয়ার টিকিটের: আটাব