ফাইল ছবি
ক্রোয়েশিয়া চলতি বছরের প্রথম দুই মাসে ৩৪,৪৪০টি রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট ইস্যু করেছে, যাদের বেশিরভাগই ইস্যু করা হয়েছে নেপালের নাগরিকদের জন্য।
দেশটির মিনিস্ট্র অব দ্যা ইন্ট্রোরিয়র এর তথ্য অনুযায়ী ৩৪,৪৪০টি রেসিডেন্স ও ওয়ার্ক পরমিটের মধ্যে ২২,০০০ বা ৬৪ শতাংশ হচ্ছে নতুন ওয়ার্ক পারমিট, বাকীগুলো বিদ্যমান ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হয়েছে।
গতবছরের তুলনায় দেশটিতে রেসিডেন্ট ও ওয়ার্ক পারমিট দুই হাজার বৃদ্ধি পেয়েছে, যার অর্থ হচ্ছে ক্রোয়েশিয়ায় বিদেশি কর্মী যাওয়া বাড়ছে।
চলতি বছরের প্রথম দুই মাসে নেপালের ওয়ার্কারদের জন্য ৮২০০ ওয়ার্ক পারমিট ইস্যু করেছে, যা দুই মাসে অনুমোদনকৃত ওয়ার্ক পারমিটের ২৪ শতাংশ।
ওয়ার্ক পারমিট পাওয়া বিদেশি কর্মীদের মধ্যে নেপালের কর্মীরা বোসনিয়াকে ছাড়িয়ে গেছে।
ক্রোয়েশিয়ার ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, নেপালের কর্মীরা ২০২৩ সালে ৬৮দশমিক ৫ মিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠিয়েছে তাদের দেশে।
অন্যদিকে বোসনিয়া ও হারজেগোবিনা হচ্ছে ক্রেয়োশিয়ার বিদেশি কর্মী নিয়োগের অন্যতম উৎস। ভৌগোলিক নৈকট্য ও ভাষাগত মিল থাকার কারণে ক্রোয়েশিয়ার নিয়োগকারী কোম্পানিগুলো বসনিয়া ও হারজেগোবিনার কর্মীদের পছন্দ করে বেশি।
বিদেশি কর্মীর তালিকায় ভারত ও ফিলিপাইনের নাগরিকরা রয়েছেন। বিগত দুই মাসে ফিলিপাইনের নাগরিকদের জন্য ৪৪০০টি এবং ভারতের নাগরিকদের জন্য ৪ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করেছে।
গত বছর বসনিয়া হারজেগবিনার কর্মীদের জন্য ৩৪,১০০, নেপালের কর্মীদের জন্য ৩৫,৬০০, সার্বিয়ার কর্মীদের জন্য ২৮,০০০,ভারতের কর্মীদের জন্য ২০,৫০০ এবং ফিলিপাইনের কর্মীদের জন্য ১৪,৭০০টি ওয়ার্ক পরমিট ইস্যু করা হয়েছে।
বেশিরভাগ ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে নির্মাণ খাতে, এই খাতে ৭৫,০০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর পরে রয়েছে ট্যুরিজম ও রেস্টুরেন্ট এবং শিল্পখাত। ট্যুরিজম ও রেস্টুরেন্ট খাতে নিয়োগ দেওয়া হয়েছে ৫৬,০০০ এবং শিল্প খাতে নিয়োগ দেওয়া হয়েছে ২৮,৫০০জন।
দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে রেস্টুরেন্ট ও ট্যুরিস্ট খাত, এই খাতে কর্মীর ঘাটতি রয়েছে। এই ছাড়া অন্যান্য সেক্টরেও কর্মীর স্বল্পতা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com