ইন্টারনেট
পর্তুগালের এজেন্সি ফর ইন্টিগেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম এর বাইরে শতাধিক এশিয়ার অভিবাসী রেসিডেন্স পারমিটের বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
এই বিক্ষোভের সময়, তারা এই ব্যাপারে কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতার নিন্দা জানিয়েছেন এবং রেসিডেন্ট পারমিটের আবেদনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই সময় তারা ‘সকলের জন্য সমান অধিকার’, ‘আমরা সবাই বৈধ’, ‘আর অপেক্ষা করার দরকার নেই’ এবং ‘সকলের জন্য বাসস্থান’ এইসব শ্লোগান দেন।
বিক্ষোভটির আয়োজন করে ইমিগ্রেন্ট সলিডারিটি অ্যাসোসিয়েশন, সংগঠনটির সভাপতি টিমোটিও ম্যাসেডো সাংবাদিকদের সঙ্গে বক্তব্য প্রদানকালে প্রবাসীদের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান।
একই সময় তিনি সরকার কর্তৃক স্বাক্ষরিত এই সংক্রান্ত চুক্তিরও সমালোচনা করেছেন। তিনি জানান যে সমিতি পর্তুগালের অভিবাসীদের কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং ভারতের অভিবাসীদের কাছ থেকে অনেকগুলো অভিযোগ পেয়েছেন।
এখানে উল্লেখ্য, অভিবাসীদের নিয়মিত করার প্রক্রিয়া আরো সহজ করার জন্য দেশটির কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অভিবাসীদের কাছ থেকে উল্লিখিত অভিযোগ বিবেচনা করলে পদক্ষেপগুলি কতটা সফল হয়েছে তা স্পষ্ট নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com