কানাডায় বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়ল শহরের বাংলাদেশ কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলি ভিন্ন ভিন্ন ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে।
২৫ ডিসেম্বরের ছুটির দিন সন্ধ্যায় মন্ট্রিয়লের সালাতিন রেস্টুরেন্টে শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্রীয় পরিষদ, কানাডা বিজয় দিবসের আলোচনার আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্শী বশীর,বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ, বিশেষ অতিথি কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, বিশেষ অতিথি কানাডা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা হোসেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা দিদার ভুঁইয়ার সঞ্চালনায় সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদকে, দুই লক্ষ সম্ভ্রম হারা নারীকে।
৫৪তম বিজয় দিবসের আলোচনায় উঠে আসে একাত্তরের হায়ানা রাজাকার আলবদরদের ষড়যন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতা দখল । মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার অবমাননা একাত্তরের ইতিহাসকেই স্মরণ করিয়ে দেয়। বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্শী বশীর, মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ, হাসান জাহীদ কমল, দিদার ভুঁইয়ার, বাকি বিল্লাহ বকুল, জান্নাত ইসলাম তুষ্টি, নাসিম সরকার, সাজ্জাদ হোসেন সুইট, সাজেদা হোসেন, এ টি এম জেবুল হাসান, কানাডা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব কানাডার সভাপতি শরীফ উল্লাহ, ক্যুইবেক আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, ক্যুইবেক আওয়ামীলীগ এর সহ-সভাপতি তাজুল ইসলাম।
আরোও বক্তব্য রেখেছেন সাফানুল করিম, আতিক চৌধুরী, রুপা বড়ুয়া, খাদিজা লীনা, খোকন চেয়ারম্যানসহ অনেকেই।
সভার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনা সন্মানের সহিত স্বদেশ প্রত্যাবর্তন করবে এই আশা ব্যাক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন হাসান জাহীদ কমল, দিদার ভুঁইয়া, বাকি বিল্লাহ বকুল ও অলোক চক্রবর্তী।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com