ফাইল ছবি
ঘাটতি পূরণে ইতালির সরকার বিদেশি মেডিকেল কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে। এতে করে ২০২৫ সালের শুরুর দিকে ইতালিতে মোট বিদেশি নার্সের সংখ্যা ৫০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মিডিয়ার বরাদ দিয়ে সেনজেন নিউজ বলেছে দেশটিতে এখনো ৬৫ হাজার নার্সের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে ১০ হাজার বিদেশি মেডিকেল কর্মী বা নার্স শিগগির ইতালিতে পৌছাবে বলে আশা করা হচ্ছে। নার্সের সংকট দূর করতে দেশটি মাইগ্রেশন নীতি আরো সহজ করার জন্য কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিলাচি বলেন, ‘আমাদের ভূমিকা হবে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করা, উদাহরণস্বরূপ, কনস্যুলার কর্তৃপক্ষের সাথে কর্মীদের ইতালীয় ভাষার জ্ঞান যাচাই করা।’
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ‘আরও বিদেশী কর্মীকে স্বাগত জানানো হবে নার্সের ঘাটতি পূরণের জন্য, বিশেষত করে ভারত থেকে অধিক নার্স নেওয়া হবে।’
ভারতে তিন দশমিক তিন মিলিয়ন নার্স রয়েছে, যা অনেক বেশি। আমরা তাদের মধ্যে প্রায় ১০ হাজার নার্স নিতে চাই।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বেশিরভাগ বিদেশি নার্স রোমানিয়া থেকে রিক্রুট করা হয়েছে। রোমনিয়া থেকে আসা নার্সের সংখ্যা ১২ হাজার, এর পরে রয়েছে পোল্যান্ড, পোল্যান্ড থেকে গেছে দুই হাজার । ভারত এবং আলবেনিয়াও গুরুত্বপূর্ণ বাজার, এই দেশগুলি থেকে যথাক্রমে ১৮শ নার্স যাচ্ছে। পেরুও একটি ক্রমবর্ধমান বাজার, কারণ ইতালি ১৫শ’ নার্স এই দক্ষিণ আমেরিকার দেশ থেকে রিক্রুট করেছে।
ইতালির কিছু অঞ্চল ইতিমধ্যেই এই খাতে প্রণোদনা দেওয়া শুরু করেছে, উদাহরণ হিসেবে লম্বাডির কথা বলা যেতে পারে। অঞ্চলটি শিগগির আর্জেন্টিনা থেকে এবং প্যারাগুয়ে থেকে দুইশ’ জন নার্স রিক্রুট করবে। নাইজেরিয়া, তানজানিয়া, কঙ্গো, ক্যামেরুন, আর্জেন্টিনা, পেরু এবং ভারতের মতো দেশগুলির ক্যাথলিক বিশ্ববিদ্যালয়গুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত আরও এক হাজার নার্স ইউরোপীয় এই দেশে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিছু কোম্পানি এই নার্সদের বিভিন্ন হাসপাতালে যুক্ত করতে শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com