১. চলতি বছর রোমানিয়ার শ্রমবাজারে দুই থেকে আড়াই লাখ বিদেশী শ্রমিকের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
২. আমলাতান্ত্রিক বাধা দূর হলে রোমানিয়া ২০২৫ সালে তিন লাখ বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে।
৩. চলতি বছর এক লাখ বিদেশি কর্মী নিয়োগে কোটা নির্ধারণ করা হয়েছে, যা চাহিদার তুলায় অপর্যাপ্ত।
অনেকে আশপাশের দেশে আরো ভালো কাজের জন্য চলে যাওয়ায় রোমানিয়ার বিভিন্ন সেক্টরে শ্রমিকের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে নির্মাণ খাতে। এই ঘাটতি পূরণে দুই থেকে আড়াই লাখ বিদেশী কর্মীর প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সেক্টরে, বিশেষ করে নির্মাণ এবং আতিথেয়তা সেক্টরে কর্মী সংকট অনেক। .
ইন্টারন্যাশনাল ওয়ার্ক ফাইন্ডার(আইডব্লিউএফ)এর ব্যবসায়িক উন্নয়ন ব্যবস্থাপক মেলানিয়া পপ এই বিষয়ে বলেন, ‘যদি আমলাতান্ত্রিক বাধাগুলি সহজ করা যায় তা হলে রোমানিয়া তার কর্মীর শূন্যতা পূরণ করতে ২০২৫ সালের মধ্যে ৩ লাখ বিদেশী কর্মী দেশে আনতে পারে।
খবর: সেনজেন রিপোর্ট
রোমানিয়ার কর্মী রিক্রুটিং এজেন্সিগুলি সতর্ক করে দিয়ে বলেছে যে, রোমানিয়ান সরকার চলতি বছরের জন্য যে একলাখ বিদেশী শ্রমিকের কোটা নির্ধারণ করে দিয়েছে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তা অপর্যাপ্ত।
শিল্প বিশেষজ্ঞদের মতে, প্রকৃত প্রয়োজন সরকার নির্ধারিত কোটার চেয়ে তিনগুণ বেশি হতে পারে। শ্রমের ঘাটতি মোকাবেলায় নীতির সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। আইডব্লিউএফ, দেশটিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বর্তমানে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মিশরসহ দশটি দেশ থেকে কর্মী সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগের বাজারের দশ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে। ছয়শটিরও বেশি কোম্পানিতে তারা বিভিন্ন পদে কর্মী নিয়োগ দিয়ে আসছে। বিশেষ করে নির্মাণ খাতে, গত বছর ৬৮৭৩৯ টি শূন্যপদ পূরনের জন্য নিবন্ধন করেছে, যা সর্বোচ্ছ।
উল্লেখযোগ্য কর্মী ঘাটতির সম্মুখীন অন্যান্য সেক্টরগুলির মধ্যে রয়েছে:
১. ডাক এবং কুরিয়ার কার্যক্রম : শূন্যপদ ৩৮,৫৫২টি।
২. স্টাফ কন্ট্রাক্টিং : শূন্যপদ ২৮,২৩৭টি
৩. রেস্তোরাঁ : শূন্য পদ ২৬,৭৭৬টি
৪. সড়ক মাল পরিবহন : শূন্যপদ ১৪,৯৮৬টি
৫. সুরক্ষা এবং গার্ড পরিষেবা : শূন্যপদ ১৪,২৫৭টি
শ্রমবাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রোমানিয়ার শ্রম ও সামাজিক সংহতি মন্ত্রক এক লাখ বিদেশী কর্মী নিয়োগের ঘোষণা দেয়।
এ ঝর্ণা ট্রেডের এমডি শান্ত দেব সাহা এই প্রতিবেদককে জানান, ‘আমাদের একটাই দাবি আর তা হচ্ছে সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি খোলা। এতে করে আমরা যারা রোমানিয়ায় লোক পাঠাচ্ছি তারা আরো বেশি সংখ্যক লোক পাঠাতে পারবো, এতে ভিসা ইস্যু বেড়ে যাবে। এছাড়া অভিবাসন ব্যয়ও কমে যাবে। ‘
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com