ফাইল ছবি
যুদ্ধ-বিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যে যারা দেশে ফিরে আসতে চায় তাদেরকে সরিয়ে আনা হবে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা এখানকার পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এবং তারা লোকজনকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা ফিরতে চায় তাদের একটি তালিকা তৈরি করতে বলেছে। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।
তিনি বলেন, ‘এই স্থানান্তরগুলি সাধারণত দ্রুত ঘটে এবং আমরা কোনও বিলম্ব করব না।’
তবে পরিবহন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
তিনি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের শিয়া অধ্যুষিত এলাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আমাদের জনগণকে বিপদজনক অঞ্চল থেকে দূরে রাখছি।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ২৩ সেপ্টেম্বর তাদের কনস্যুলার এবং কল্যাণ পরিষেবা বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন- তিনজন দক্ষিণ লেবাননে এবং দুইজন বৈরুতে।
বেসরকারী হিসেব অনুযায়ী লেবাননে প্রায় ১০০,০০০ বাংলাদেশি কর্মরত, যার প্রায় ৪০% নারী।
বাংলাদেশী অভিবাসীদের মতে, দক্ষিণ লেবানন থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি বৈরুতে চলে গেছে, বিশেষ করে রফিক হারিরি মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশেপাশে।
গত বছরের অক্টোবরে হামাস এবং ইসরায়লের মধ্যে লড়াই শুরু হলেও এই সংঘাত লেবাননকে গুরুতরভাবে প্রভাবিত করেনি, তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com