ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০২৪

অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে পর্তুগাল

অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে পর্তুগাল

ফাইল ফটো

Publish : 07:02 AM, 01 October 2024.
প্রবাসন ডেস্ক :

দেশ থেকে অনিয়মিত নাগরিকদের অপসারণ করার জন্য, পর্তুগালের সরকার পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) এর মধ্যে বিদেশীদের জন্য জাতীয় ইউনিট বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।

নতুন সিদ্ধান্তের সূচনা করে সংশ্লিষ্ট মন্ত্রী, আন্তোনিও লেইতাও আমারো বলেছেন, অভিবাসনের ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের সবচেয়ে দুঃখজনক ভুলগুলির মধ্যে একটি হল ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস (এসইএফ) বিলুপ্ত করা। সূত্র: সেনজেন নিউজ।  .

আমারো বলেছিলেন  পিএসপি বিমান বন্দর নিয়ন্ত্রণ ও অভিবাসন  নিরীক্ষণের পাশাপাশি অবৈধ নাগরিকদের অপসারণে কাজ করবে। 

পর্তুগাল সরকার কর্তৃক অনুমোদিত সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি খসড়া আইনে দুটি পদক্ষেপের কথা বলা হয়েছে, যা প্রজাতন্ত্রের পরিষদে পাঠানো হবে।

মাইগ্রেশনের জন্য অ্যাকশন প্ল্যান চালু করার সময় সরকার জুন মাসে এই নতুন পিএসপি ইউনিট ঘোষণা করেছিল।

গত বছরের ২৯শে অক্টোবর যখন ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস বিলুপ্ত করা হয়, তখন পিএসপি-এর মধ্যে বিমান, বন্দর নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ইউনিট তৈরি করা হয়। তা করা হয় আকাশপথে দেশের ভেতরে ও বাইরে মানুষের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের জন্য এবং নিরাপত্তার জন্য। 

এই বছরের জুনে, পর্তুগালের কর্তৃপক্ষ অনিয়মিতভাবে সে দেশে পৌঁছে যাওয়া প্রবাসীদের আইনি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘অভিবাসীদের জন্য পর্তুগাল স্বাগত জানাচ্ছে’ এমন পরিচিতি গড়ে উঠার পর পর্তুগাল এই বছরের শুরুতে অভিবাসন নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নেয়। 

২০১৭ সাল থেকে, পর্তুগাল ইউরোপের যেকোনো জায়গায় কাজ করে এমন বৈধ ভিসাধারী ব্যক্তিদের নিয়মিত করার অনুমতি দিয়েছে। তবে ২০১৮ সালে তৎকালীন সমাজতান্ত্রিক সরকার ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেয়। সরকার এখন সেই প্রক্রিয়া শেষ করেছে।

অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএমএ) পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে নন-ইউরোপীয় অভিবাসীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গণঅভ্যুত্থানের পরে নব রূপায়নে মঞ্চে আসছে অতঃপর প্রণয় শিরোনাম ‘আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না ’ শিরোনাম আমাদের অর্থনীতির মিরাকল হচ্ছে অভিবাসী শ্রমিকরা শিরোনাম অনলাইন ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়ে রাবিড কাজ করছে শিরোনাম ভোটার না হওয়া পর্যন্ত প্রবাসীরা অবহেলিত থেকে যাবে শিরোনাম চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা