রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী থেকেই জাপানের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে।
ল্যাঙ্গুয়েজ সেন্টারের জাপান ল্যাংগুয়েজ বিভাগের অন্যতম প্রশিক্ষক আমিনা বেগম (নিতু) স্টুডেন্টদের কে আন্তর্জাতিকভাবে তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জাপান ভাষা শিক্ষা কোর্স সম্পাদন করে যাচ্ছেন। অনুষ্ঠানের একপর্যায়ে জাপান প্রতিনিধি ইউকো অসিতানি স্টুডেন্টদের ভাষা শেখার ক্ষেত্রে রাবিড ল্যাংগুয়েজ সেন্টারের ভাষা শেখার স্ট্যান্ডার্ড নিয়ে ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে যারা লেবেল N 4, ও N 5 কমপ্লিট করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে নিয়ে একটি ফটোসেশন করেছেন।
অনুষ্ঠানে প্রবাসন নিউজ এর সম্পাদক খোকন দাস উপস্থিত ছিলেন।
রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাবিড অফিসের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকা মোহাম্মদ হাবিবুল্লাহ্ জাপানি প্রতিনিধি সহ উপস্থিত সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন।
">
রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী থেকেই জাপানের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে।
ল্যাঙ্গুয়েজ সেন্টারের জাপান ল্যাংগুয়েজ বিভাগের অন্যতম প্রশিক্ষক আমিনা বেগম (নিতু) স্টুডেন্টদের কে আন্তর্জাতিকভাবে তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জাপান ভাষা শিক্ষা কোর্স সম্পাদন করে যাচ্ছেন। অনুষ্ঠানের একপর্যায়ে জাপান প্রতিনিধি ইউকো অসিতানি স্টুডেন্টদের ভাষা শেখার ক্ষেত্রে রাবিড ল্যাংগুয়েজ সেন্টারের ভাষা শেখার স্ট্যান্ডার্ড নিয়ে ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে যারা লেবেল N 4, ও N 5 কমপ্লিট করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে নিয়ে একটি ফটোসেশন করেছেন।
অনুষ্ঠানে প্রবাসন নিউজ এর সম্পাদক খোকন দাস উপস্থিত ছিলেন।
রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাবিড অফিসের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকা মোহাম্মদ হাবিবুল্লাহ্ জাপানি প্রতিনিধি সহ উপস্থিত সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন।
">
ফাইল ফটো
জাপানের তোহকু তাবুনকা একাডেমি ফাউন্ডেশনের পরিচালক ইউকো অসিতানি গত ১৯শে আগস্ট ২০২৪ সোমবার রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিদর্শন করেন।
এই সময় তাকে ছাত্র-ছাত্রী ও রাবেড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান। তিনি রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টারের ছাত্র-ছাত্রীদের ক্লাসে সরাসরি অংশ নেন। কিভাবে জাপানের ভাষাকে আরো সহজ ও আকর্ষণীয়ভাবে শেখানো যায় তা নিয়ে তিনি ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জাপানে উচ্চ শিক্ষা ও কাজ উভয় ক্ষেত্রে জাপানি ভাষা শেখা যে দরকার তার গুরুত্ব তুলে ধরেন। অল্প সময়ের মধ্যে তিনি ক্লাসে কিছু ছাত্র-ছাত্রীদের জাপানি শুভেচ্ছা মূলক বাক্যগুলো শিখিয়ে দেন। ক্লাসে তিনি কয়েকটি জাপানি ওয়েবসাইট ও অ্যাপস এর লিংক দিয়ে দেন, যাতে করে ছাত্র-ছাত্রীরা এর মাধ্যমেও যাবতীয় তথ্যগুলি পেতে পারে।
জাপানে বাংলাদেশীদের কাজের বিরাট সুযোগ রয়েছে এবং জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিভাবে সমন্বয় করা দরকার সে ব্যাপারেও আলোকপাত করেন। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশে রাবেড ল্যাংগুয়েজ সেন্টার জাপানি ভাষা শেখার গুরুত্ব এবং কারিকুলাম নিয়ে কাজ করে যাচ্ছে যা সত্যিই আশাব্যঞ্জক।
এ প্রসঙ্গে রাবেডের মেম্বার এবং বিজনেস কনসালটেন্ট মোঃ জাকির হোসেন পাটোয়ারী" জাপানের তোহকু তাবুনকা একাডেমি ফাউন্ডেশনের পরিচালক ইউকো অসিতানি কে মূল রাবিড এর বিভিন্ন কার্যক্রম যেমন ভোকেশনাল ট্রেনিং (গ্লোবাল দক্ষতা অর্জন) প্রবাসন লাইব্রেরী রিসার্চ সেন্টার, এবং প্রবাসন নিউজ (অফলাইন ভার্সন প্রিন্টেড), প্রবাসন নিউজ (অনলাইন পোর্টাল ভার্সন) এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে কর্মী প্রেরণের যাবতীয় তথ্য, অভিভাসীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সে ব্যাপারে সবকিছু উনাকে অবহিত করেন।
রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী থেকেই জাপানের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে।
ল্যাঙ্গুয়েজ সেন্টারের জাপান ল্যাংগুয়েজ বিভাগের অন্যতম প্রশিক্ষক আমিনা বেগম (নিতু) স্টুডেন্টদের কে আন্তর্জাতিকভাবে তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জাপান ভাষা শিক্ষা কোর্স সম্পাদন করে যাচ্ছেন। অনুষ্ঠানের একপর্যায়ে জাপান প্রতিনিধি ইউকো অসিতানি স্টুডেন্টদের ভাষা শেখার ক্ষেত্রে রাবিড ল্যাংগুয়েজ সেন্টারের ভাষা শেখার স্ট্যান্ডার্ড নিয়ে ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে যারা লেবেল N 4, ও N 5 কমপ্লিট করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে নিয়ে একটি ফটোসেশন করেছেন।
অনুষ্ঠানে প্রবাসন নিউজ এর সম্পাদক খোকন দাস উপস্থিত ছিলেন।
রাবিড অফিসে জাপানি ভাষা ট্রেনিং সেন্টার এর পাশাপাশি বাংলাদেশে জনশক্তি রপ্তানি সেক্টর থেকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই বিষয়কে সামনে রেখে রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্ব সহকারে জাপানি ভাষাকে ১ নম্বর ভাষা হিসাবে প্রাধান্য দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাবিড অফিসের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকা মোহাম্মদ হাবিবুল্লাহ্ জাপানি প্রতিনিধি সহ উপস্থিত সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com