ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

ব্রুনাইয়ে ১১৬ বাংলাদেশি কর্মীর অর্থ আত্মসাৎ: ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা

 ব্রুনাইয়ে ১১৬ বাংলাদেশি কর্মীর অর্থ আত্মসাৎ: ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা

ফাইল ফটো

Publish : 07:08 AM, 21 September 2024.
প্রবাসন ডেস্ক :

 ব্রুনাইয়ে কর্মরত ১১৬ বাংলাদেশীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা রেমিট্যান্স ফিরে পেতে সরকারের সরাসরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স হাউজের এক কর্মকর্তা ভুয়া রশিদ ধরিয়ে দিয়ে বাংলাদেশি প্রবাসীদের টাকা নিয়ে পালিয়ে গেছেন। 

বিগত ৩১ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স হাউজে যে ৭ লাখ ২৩ হাজার ডলার জমা করেন, সেই টাকা ঠিক সময়ে দেশে পৌঁছায়নি। এই বিষয়ে খোঁজ নিতে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স হাউজে গেলে অফিস থেকে ‘শিগগির পৌঁছে যাবে’, ‘বাংলাদেশে অর্থ পাঠাতে জটিলতা হচ্ছে’ এই ধরনের বক্তব্য দেয়। পরে দেখা গেছে তাদেরকে ভুয়া রশিদ ধরিয়ে দিয়ে সংশ্লিষ্ট ফিলিপিনের নাগরিক নাজওয়া বাংলাদেশি অভিবাসীদের ওই পুরো টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এই টাকা ফিরে পেতে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসীরা। বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ হাই কমিশন ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর রেমিট্যান্স হাউজ সমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে ব্রুনাই দারুসসালাম সেন্টাল ব্যাংকের সাথে জরুরি বৈঠক করে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভুক্তভোগী বাংলাদেশিরা নিকটস্থ থানায় রিপোট করে তা সংশ্লিষ্ট রেমিট্যান্স হাউজ ও বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়। পুলিশ স্টেশন ও হাইকমিশনারের নেতৃত্বে এটর্নি জেনারেলের কার্যালয়ে ঘটনা সম্পর্কে অবহিত করা হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশি নাগরিকদের টাকা ফেরত দেওয়ার জন্য।  ব্রুনাইয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের পাশাপাশি ওয়েস্টার্ন ইউনিয়নের সদর দফতরেও যোগাযোগ করা হয়। তবে এ পর্যন্ত তারা কোন সাড়া দেয়নি। 

এই দিকে এই অর্থ ফিরে পেতে বাংলাদেশি কর্মীরা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশনে জমায়েত হচ্ছেন। কাউন্সেলর তন্ময় মজুমদার ভুক্তভোগীদের নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের কার্যালয়ে গেলে তারা ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীকে অর্থ দেওয়া হয়েছে, ওয়েস্টান ইউনিয়নকে নয়’ এই ধরনের কথা বলে দায় এড়িয়ে যেতে চায়। বাংলাদেশি কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে তারা পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী বাংলাদেশিদের নিয়ে তন্ময় মজুমদার পুলিশের বিশেষ শাখার প্রধানের সঙ্গে কথা বলেন এবং ব্রুনাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন। 

তথ্যে জানা যায়, ভুক্তভোগীরা প্রতিনিয়ত হাইকমিশনে খোঁজ নিচ্ছেন। অভিযুক্ত কর্মচারী অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার কারণে ওই অর্থ ফেরৎ পাওয়া কঠিন বলে মনে করছেন ভুক্তভোগীদের অনেকে। তাই তারা ওয়েস্টার্ন ইউনিয়নের সদর দফতরে যোগাযোগ করে অর্থ ফেরৎ পেতে সরকারকে সরাসরি উদ্যোগ গ্রহণের দাবি জানান। 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের