ফাইল ফটো
ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের মধ্যে যারা কাজের সন্ধ্যানে জার্মানি যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য দেশটি চালু করেছে অপর্চুনিটি কাড। এই কার্ড পাওয়ার পর দেশটিতে দুই বছর থাকার সুযোগ পাওয়া যাবে এবং এই দুই বছরের মধ্যে পছন্দের কাজ খুঁজে নিতে পারবেন। তবে এই দুই বছর থাকতে হবে নিজ খরচে। তবে এই কার্ড পাওয়ার জন্য আবেদনকারী যেসব যোগ্যতা থাকতে হবে সেগুলো হলো:
১.যে কোন বিষয়ে ন্যূনতম ভোকেশনাল ট্রেনিং অথবা বিশ^বিদ্যালয়ের ডিগ্রি থাকাতে হবে।
২.জার্মান ভাষা অথবা ইংরেজিতে বেসিক জ্ঞান থাকতে হবে।
৩.জার্মানিতে দুই বছর থাকার মতো আর্থিক সক্ষমতা থাকতে হবে।
এইসব প্রাথমিক যোগ্যতা থাকার পর কাজ করার যোগ্যতা যাচাই প্রক্রিয়ায় যেতে হবে। দেশটিতে কাজ পেতে হলে কমপক্ষে ১২টি পয়েন্ট পেতে হবে।
পয়েন্ট যেভাবে পাওয়া যাবে:
পয়েন্ট
১ পয়েন্ট: আবেদনকারীর বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে হলে।
১ পয়েন্ট : বিগত ৫ বছরের মধ্যে দেশটিতে বৈধভাবে টানা ৬ মাস থাকলে।
১ পয়েন্ট : ইংরেজিতে দক্ষতায় সি ১ লেভেল থাকলে
১ পযেন্ট : যে কোন পেশায় দক্ষতা থাকলে।
১ পয়েন্ট : স্বামী স্ত্রী উভয়ে অপর্চুনিটি কার্ডের জন্য আবেদন করলে
৩ পয়েন্ট: বিগত ৭ বছরের মধ্যে টানা ৫ বছর কোন পেশায় যুক্ত থাকলে আবেদনকারী তিন পয়েন্ট পাবেন।
৪ পয়েন্ট: জার্মান ভাষার দক্ষতার বিষয়ে কর্তৃপক্ষের স্বীকৃতি
এই কার্ড পাওয়ার পর যে পাঁচটি সুযোগ পাওয়া যাবে সেগুলো হলো:
১.সহজে এবং দ্রæত জার্মানিতে প্রবেশ করা যাবে
২.স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হবে
৩.ভালো আয়
৪.কাজ পাওয়ার নিশ্চয়তা
৫.ফুল টাইম ও পার্ট টাইম কাজের সুযোগ
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com