ফাইল ফটো
মাল্টা ২০২৩ সালে ২৮ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করেছে। এদের বেশির ভাগ কর্মী এসেছে ভারত, নেপাল এবং কলোম্বিয়া থেকে। ভারত থেকে ১১,০০০, নেপাল থেকে ৬৫১৫ এবং কলোম্বিয়া থেকে ৩৬৪৮ জন কর্মী রিক্রুট করেছে মাল্টা।
অন্যদিকে ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য রেকর্ড সংখ্যক রেসিডেন্ট পারমিট দিয়েছে। তথ্য মতে দেশটি ৪১,৯২৭ টি রেসিডেন্ট পারমিট ইস্যু করেছে, আগে সর্বোচ্চ ৪,০০০ পারমিট ইস্যু করা হয়েছিল। ইইউর রেসিডেন্ট পারমিট ইস্যুর যে গড় হার তার থেকে অনেক বেশি ইস্যু করেছে মাল্টা, গড়পড়তা দশগুণ বেশি।
২০২৩ সালের শেষ নাগাদ, মাল্টায় বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে হয় ১৫৮,৩৬৮জন, যা বিগত বছরের তুলনায় ১৫.৩ শতাংশ বেশি। দেশটিতে স্থানীয়দের বৃদ্ধির হার মাত্র ০.১ শতাংশ।
চলতি বছরের জানুয়ারিতে সরকার ইইউভুক্ত দেশের বাইরের দেশের কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটে আবেদন ফি তিনশ ইউরো বাড়িয়েছে। ২০২৩ সালের জুলাই পর্যন্ত মাল্টা ৬৮,৭৫৫ কর্মী রিক্রুট করে, যাদের বেশির ভাগই ভারত, ফিলিপাইন, নেপাল এবং যুক্তরাজ্য, সার্ভিয়া, আলবেনিয়া ও কলোম্বিয়ার নাগরিক।
সূত্র: সেনজেন নিউজ
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com