ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০২৪

ইতালির ভিসার জন্য আবেদন: প্রত্যাখানের শীর্ষে বাংলাদেশ

ইতালির ভিসার জন্য আবেদন: প্রত্যাখানের শীর্ষে বাংলাদেশ

ফাইল ফটো

Publish : 05:36 AM, 17 September 2024.
প্রবাসন ডেস্ক :

ইতালীয় ভিসার জন্য আবেদন করার সমান সুযোগ রয়েছে, এবং সকল আবেদন একই প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যদিয়ে যায়, তবু কিছু কিছু দেশের নাগরিকদের জন্য এই ভিসা পাওয়া অনেক কঠিন। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের ইতালির ভিসা পাওয়ার হার অনেক কম। এইসব দেশের ভিসা প্রত্যাখ্যানের হার গড়ে ৮৭.৫৫ শতাংশের বেশি। ইতালি ২০২৩ সালে ১.১ মিলিয়ন ভিসার আবেদন গ্রহণ করে। ভিসার আবেদন গ্রহণের দিক থেকে ইতালির অবস্থান চতুর্থ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি ও স্পেন। 

বাংলাদেশের নাগরিকদের ইতালির ভিসা পাওয়ার হার কম:

২০২৩ সালে বাংলাদেশ থেকে ইতালির ভিসার জন্য যে আবেদন করা হয়েছে তার অর্ধেকেরও বেশি (৫৯.০৪) প্রত্যাখ্যাত হয়েছে। এর অর্থ হচ্ছে বাংলাদেশের ইতালির ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠিন সময় পার করছে বাংলাদেশিরা। ২০২৩ সালে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ১৩,৭০৫টি আবেদন গ্রহণ করে ইতালি, এর মধ্যে ৫,৫৯৯টি আবেদন (৪০.৮৫ %) গৃহীত হয়েছে, আর ৮,০৯২টি আবেদন ( ৫৯.০৪ %) প্রত্যাখ্যাত হয়েছে। সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যাত হলেও ইতালির ভিসার জন্য বাংলাদেশিদের আবেদন কিন্তু থেমে নেই। ২০২৩ সালে ইতালির ভিসার জন্য যে আবেদন করা হয়েছে তার ৩৪.৫ শতাংশ আবেদন এসেছে বাংলাদেশিদের থেকে। ইতালির পরেই বাংলাদেশিদের আগ্রহের তালিকায় রয়েছে সুইডেনের স্থান, ১১,৪১৬ আবেদন জমা পড়েছে ২০২৩ সালে, যা মোট আবেদনের ২৮.৭ শতাংশ। 

ভিসা প্রত্যাখ্যানের শীর্ষে থাকা দেশগুলো: 

বাংলাদেশি ছাড়াও যেসব দেশের নাগরিকদের ভিসা প্রায় প্রত্যাখাত হয় সেই দেশগুলো হলো : 

১.গ্যাবোন 

২.শ্রীলংকা 

৩.ঘানা

৪.ডোমিনিকান 

৫.আইভোরি 

৬.অ্যাঙ্গোলিয়া 

৭.আলজেরিয়া 

৮.ক্যামেরুন 

৯.সুদান

গ্যাবোন: ২০২৩ সালে ইতালিতে ৭০৫টি ভিসার জন্য আবেদন করেছিল গ্যাবোনের নাগরিকরা এবং তাদের মধ্যে ৪৫.১৮ শতাংশ প্রত্যাখ্যান করা হয়েছে।

শ্রীলঙ্কা:  নাগরিকদের আবেদন প্রত্যাখ্যানের হার ছিল ৪৪.৪৩ শতাংশ। ৬,২৭১ আবেদনের মধ্যে, ৪,০৩১টি প্রত্যাখ্যান হয়েছে, ২,২৪০টি অনুমোদন পেয়েছে। 

ঘানা: ঘানার লোকজনের আবেদনের প্রত্যাখানের হার ৪৪.২৯ শতাংশ, ২,২০৮টি আবেদনের মধ্যে ১,২৩০টি অনুমোদন পেয়েছে।

 ডোমিনিকান:  ৭,৩১৪টি আবেদনের বিপরীতে  ৩,১৯৬টি প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যানের হার ৪৩.৭ শতাংশ। 

আইভোরি: ১,৫৪০টি আবেদনের মধ্যে ৪৩.৭ শতাংশ প্রত্যাখাত হয়েছে। 

অ্যাঙ্গোলিয়া: ৬১৫টি ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৪১ শতাংশ। 

ক্যামেরুন: আবেদন প্রত্যাখ্যানের হার ৩৮.৬৬ শতাংশ,  ২,২৭১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। 

সুদান:  ১০৭টি ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা আবেদনকৃত ভিসার ৩৮.৬৩ শতাংশ । 

 সূত্র: সেনজেন নিউজ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গণঅভ্যুত্থানের পরে নব রূপায়নে মঞ্চে আসছে অতঃপর প্রণয় শিরোনাম ‘আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না ’ শিরোনাম আমাদের অর্থনীতির মিরাকল হচ্ছে অভিবাসী শ্রমিকরা শিরোনাম অনলাইন ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়ে রাবিড কাজ করছে শিরোনাম ভোটার না হওয়া পর্যন্ত প্রবাসীরা অবহেলিত থেকে যাবে শিরোনাম চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা