ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০২৪

ভিসার সমস্যা সমাধান করবে ইতালি: রাষ্ট্রদূত

ভিসার সমস্যা সমাধান করবে ইতালি: রাষ্ট্রদূত

ফাইল ফটো

Publish : 07:12 AM, 14 September 2024.
প্রবাসন ডেস্ক :

ইতালি গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের ভোগান্তির কোন শেষ নেই। ভিসার জন্য আবেদ জমা দেওয়ার শিডিউল পাওয়ার জন্য, আবার যারা আবেদন জমা দিতে পেরেছেন তারা ভিসা পাওয়ার জন্য তারা মাসের পর মাস অপেক্ষা করছেন। অবশেষে ইতালীয় দূতাবাসের ভিসা প্রসেসিং সেন্টার ভিএফসি গেøাবাল ইতালির কাছে থাকা পাসপোর্ট ও ভিসা ফেরৎ পাওয়ার দাবিতে রাস্তায় নেমেছে ভুক্তভোগি বাংলাদেশি কর্মীরা। 

এই প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন যে ভিসা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানে তার দেশ কাজ করবে। সেনজেন নিউজ এই খবরটিকে গুরুত্ব দিয়ে  প্রকাশ করেছে। 

ওই প্রতিবেদনে বলা হয়, নতুন সচিব জসিম উদ্দিনকে স্বাগত জানানোর সময় রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন। তিনি সচিবকে ইতালির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার আহŸান জানান। 

পররাষ্ট্র সচিবের সাথে প্রথম সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত আলেসান্দো বলেস, অবিলম্বে কাজের ভিসার সমস্যার সমাধান করতে উদ্যোগ নেওয়া হবে।  অনিয়মিত অভিবাসন রোধ, এবং বৈধ পথে বাংলাদেশ থেকে ইতালিতে দক্ষ কর্মী নিয়োগে  ইতালির সহযোগিতর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ইতালীয় দূতাবাস আবেদনকারীদের শেনজেন ভিসা আবেদনের জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ না করার পরামর্শ দিয়েছিল । কারণ এতে ভিসা প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায়। এছাড়াও, সংগঠিত অপরাধী নেটওয়ার্কগুলি ভিসা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং জাল নথি জমা দেওয়ার চেষ্টা করে।

রাষ্ট্রদূত শিগগির কাজের ভিসা ইস্যু প্রক্রিয়া উন্নত করার এবং অনিয়মিত অভিবাসন কমাতে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশের হাজার হাজার মানুষ ইইউ জুড়ে বাস করে।

 

সেজেন ভিসা ইনফোর পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশী নাগরিকরা ২০২৩ সালে ৩৯,৭২৯ ভিসার আবেদন জমা দিয়েছিলেন। এর মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি (৩৪ শতাংশ) আবেদন ইতালির শেনজেন ভিসার জন্য করা হয়েছিল।

ইতালিতে আবেদন করার সময় বাংলাদেশিরা তাদের ভিসার আবেদনে নেতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করে। কেননা ইউরোপীয় ইউনিয়নের এই দেশের ভিসা অনুমোদনের হার সবচেয়ে কম। বাংলাদেশিদের করা ভিসা আবেদনের মাত্র ৪০ শতাংশই মঞ্জুর করা হয়ে থাকে। ইতালির পরেই বাংলাদেশিদের আগ্রহের দেশ হচ্ছে সুইডেন, ফ্রান্স ও জার্মানি।  

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গণঅভ্যুত্থানের পরে নব রূপায়নে মঞ্চে আসছে অতঃপর প্রণয় শিরোনাম ‘আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না ’ শিরোনাম আমাদের অর্থনীতির মিরাকল হচ্ছে অভিবাসী শ্রমিকরা শিরোনাম অনলাইন ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়ে রাবিড কাজ করছে শিরোনাম ভোটার না হওয়া পর্যন্ত প্রবাসীরা অবহেলিত থেকে যাবে শিরোনাম চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা