চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ২৭,১৮১ টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে।
বেশিরভাগ পারমিট ইস্যু করা হয়েছে কৃষি ও বনায়ন খাতে।
ফেব্রুয়ারীর পর জুলাই মাসে সর্বোচ্চ পারমিট ইস্যু করা হয়েছে চলতি বছরের আট মাসে।
চলতি বছরের পথম আট মাসে অর্থনীতির সকল সেক্টরের জন্য ২৭, ১৮১টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছে আয়ারল্যান্ড সরকার। এর মধ্যে ৩,৩৫৮টি ইস্যু করা হয়েছে গতমাসে, যা মোট ইস্যুকৃত পারমিটের ১২ শতাংশ। সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে স্বাস্থ্য ও সোস্যাল ওয়ার্ক সেক্টর, তথ্য ও যোগাযোগ খাত, কৃষি, বনায়ন ও মৎস্য খাতে। স্বাস্থ্য ও সোস্যাল ওয়ার্ক সেক্টরে ইস্যু করা হয়েছে ৯,১২৫টি, তথ্য ও যোগাযোগ খাতে ৪,৬২৮টি ইস্যু করা হয়েছে। বিগত আট মাসে ২,৫৩৩ টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে কৃষি, বনায়ন ও মৎস্যখাতে।
আগস্ট মাসে ইস্যু করা হয়েছে ২৭২টি, জুলাই মাসে ইস্যু করা হয় ৪০২টি, যা ফেব্রæয়ারি মাসে ইস্যু করা হয়েছিল ৫৯১টি।
কৃষিসহ বিভিন্ন সেক্টরে কর্মীর সংখা বৃদ্ধি করতে এই মাসের ২ তারিখে দেশটি নতুন পারমিট আইন বাস্তবায়ন করছে। দেশটির এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী পিটার বার্ক বলেছেন, ওয়ার্ক পারমিট আইনের উন্নতি কর্মসংস্থানের আরো সুযোগ তৈরি করবে। তিনি আরো বলেন, ‘কর্মীদের অধিকার বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করবে।’
নতুন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর বাইরের দেশ থেকে করে সিজনাল পরমিট ও স্বল্প মেয়াদের কাজের সুযোগ রেখে নতুন এমপ্লয়মেন্ট এ্যাক্ট ২০২৪ তৈরি করা হয়। এতে কৃষিসহ বিভিন্ন খাতে যে কর্মীর সংকট রয়েছে তা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
২০২৩ সালের জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে ২০টি পেশায় কর্মী সংকটে ভুগছে দেশটি এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর মধ্যে হেলথকেয়ার, আইটি, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, টান্সপোর্ট প্রভৃতি সেক্টরে কর্মী সংকট ছিল তীব্র। বিগত বছরের প্রথম ছয় মাসে মোট ১৯,৩০৩টি ওয়ার্ক পারমিট উস্যু করা হয়েছিল।
সূত্র: সেনজেন নিউজ।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com