ছবি সূত্র: আইওএম
বিভিন্ন সময়ে প্রতারিত হয়ে কিংবা লাশ হয়ে ফিরে আসার ঘটনা ঘটতে থাকলেও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাওয়া বন্ধ হচ্ছে না। একশ্রেণির দালালের প্ররোচনায় উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের আশায় স্বপ্নের ইতালিতে পৌছতে অনেকে পা বাড়ায় এইসব ঝুঁকিপূর্ণ পথে। ইতালি পর্যন্ত পৌছতে প্রতি পদক্ষেপে অপেক্ষা করে মৃত্যু ঝুঁকি, তবু থামছে না অবৈধ অভিবাসন।
ইউরোপ যাওয়ার যেসব রুট অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মধ্য ভূ-মধ্যসাগররীয় রুট। এই রুটে প্রথমে লিবিয়া এবং লিবিয়া থেকে মধ্য ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে পৌছায় ইতালি। বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ইতালি যায়, তারা এই রুটটাকে বেশি ব্যবহার করে।
২০২২ সালে মধ্য ভূমধ্যসাগরীয় রুট দিয়ে ১৫,২২৮ জন বাংলাদেশি ইতালি পৌছায়, যাদের বেশিভাগই যায় লিবিয়ার মধ্য দিয়ে। অথচ এক বছরের মাথায় এই সংখ্যা বেড়ে হয় ২১,৬৫৩ জন।
২০২২ সালে ৪,৪৪৮ জন বাংলাদেশিকে আটক করা হয়, এবং ফেরত পাঠানো হয়। ওই বছর লিবিয়ার বিভিন্ন হাজতে বাংলাদেশির সংখ্যা দাঁড়ায় ২০০০ জন।
বাংলাদেশ থেকে লিবিয়ায় যাওয়ার ক্ষেত্রে অভিবাসন ব্যয় অভিবাসন রুট ও ট্রান্সপোর্টের ওপর ভিত্তি করে ৪৫০ ডলার থেকে ৪,৮৮৯ ডলারে উঠানামা করে। মধ্য ভূ-মধ্যসাগরীয় রুট দিয়ে বাংলাদেশ থেকে লিবিয়ায় যাওয়ার ক্ষেত্রে অভিবাসন ব্যয় জনপ্রতি ৩ হাজার ডলার থেকে ৪ হাজার ডলারে উঠানামা করে। ইতালি পর্যন্ত পৌঁছাতে ৮হাজার ডলারের উপরে চলে যায়।
অনেক বছর থেকে বাংলাদেশ থেকে ইতালি যেতে ভূমধ্যসাগরীয় রুট ব্যবহৃত হয়ে আসছে। একধিক রুট হয়ে তারা প্রথমে লিবিয়ায় পৌঁছায়, তার পর ইতালিতে পৌছায়।
২০২১ সালে সেখানে ইতালি পৌছায় ৭,৮৩৮ জন, এর পরের বছর তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়, ওই বছর পৌছায় ১৫,২২৮ জন।
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ায় যারা আটক হয়েছেন তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ।
২০২২ সালে বাংলাদেশ থেকে যাওয়া ৪,৪৪৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশি অভিবাসীদের আটক ও ফিরে আসার হার বাড়তে থাকে । ২০১৯ সালে এই হার ছিল ৬ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৯ শতাংশ।
২০২২ সালে আইওএম- এর মাধ্যমে সবচেয়ে বিপন্ন এমন ১,১০২ জন অধিবাসী দেশে ফিরে আসে, ২০২১ সালে আসে মাত্র ৮১৫ জন।
সূত্র: আইওএম
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com