চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বর সাথে দেখছে: চীনা মুখপাত্র
চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্রের কার্যালয়। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) একজন বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই বক্তব্য প্রদান করা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বাংলাদেশিদের জন্য সবসময় বন্ধুত্বপূর্ণ ও ভালো প্রতিবেশী হিসেবে কাজ করে আসছে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশ সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও অন্যান্য সেক্টরের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। এ ছাড়া, চীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসনে গঠনমূলক ভূমিকা পালন করবে।
সম্প্রতি ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বৈঠক করেন। এ বৈঠকে ড. শফিকুর চীনের অর্থনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন এবং এক চীন নীতির প্রতি জামায়াতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি চীনকে বাংলাদেশের বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com