ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

যুক্তরাজ্যে ভিসা প্রতারকের হাতে পড়ে সর্বস্ত হারাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা

যুক্তরাজ্যে ভিসা প্রতারকের হাতে পড়ে সর্বস্ত হারাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা

যুক্তরাজ্যে ভিসা প্রতারকের হাতে পড়ে সর্বস্ত হারাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা

Publish : 04:38 AM, 06 September 2024.
প্রবাসন ডেস্ক :

যুক্তরাজ্যে কাজ করতে উচ্ছুক ছাত্রদের কাছ থেকে ভুয়া ভিসার বিনিময়ে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছে একটি ভিসা প্রতারক চক্র। তারা কেয়ারগিভারে নিয়োগে মিডলম্যান হিসেবে কাজ করে এবং কেয়ারগিভারে নিয়োগ পেতে আগ্রহী ছাত্রদের শিকারে পরিণত করে।

এই ছাত্ররা প্রত্যেকে ১৭ হাজার পাউন্ড পর্যন্ত ব্যয় করেছে স্পনশিপ সার্টিফিকেটের জন্য, অথচ এই সার্টিফিকেট পেতে কোন অর্থ দিতে হয় না। এই ছাত্ররা যখনই দক্ষ কাজের ভিসায় আবেদন করে তখনই তাদের কাগজপত্র বাতিল হয়ে যায়, ভুয়া হওয়ার কারণে।

 তৈমুর রেজা নামের এক ব্যক্তি ১২ লাখ পাউন্ডের ১৪১টি ভিসা বিক্রি করেছেন, যার বেশিরভাগই ভুয়া। তিনি যে অন্যায় করছেন তা অস্বীকার করেছেন, বলেছেন ছাত্রদের কিছু টাকা ফেরত দিয়েছেন। রেজা ওয়েস্ট মিডল্যান্ডে অফিস খুলে বসেছেন এবং কর্মী নিয়োগ দিয়েছে। সেখান থেকেইে প্রতারণার ফাঁদ পাতেন।
কেয়ারহোমের চাকরি কথা বলে ছাত্রদের স্পনসরশীপ সার্টিফিকেট সরবরাহ করেছেন। এখানে অর্থ প্রদান করা কেউ কেউ সত্যিকার অর্থে ভিসা ও চাকরি পেলেও অনেকে সর্বস্ব খ্ইুয়েছেন।
বিবিসি ১৭ জন নারী পুরুষের সঙ্গে কথা বলেছে, যারা কাজের ভিসার জন্য আবেদন করে সবকিছু খুইয়েছে। এদের মধ্যে তিন নারী শিক্ষার্থী ভিন্ন ভিন্ন এজন্টেকে মোট ৩৮ হাজার পাউন্ড দিয়েছেন। এই প্রতারক চক্র তাদেরকে যুক্তরাজ্যে সৌভাগ্য এনে দেওয়ার আশ^াস দেন।  তার পরিবর্তে তারা টাকা কড়ি সব হারিয়েছেন এবং পরিবারের কাছে ফিরে যাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এক শিক্ষার্থী বলেন, আমি এখানে আটকা পড়ে আছি, আমি যদি  ফিরে যাই তাহেল পরিবারের সব সঞ্চয় বৃথা যাবে।
 ২০২২ সালে যুক্তরাজ্যে কেয়ারহোমসহ সেবাযতœ খাতে রেকর্ড পরিমাণে কর্মসংস্থান তৈরি হয়। খালি হয় ১ লাখ ৬৫ হজার পদ। সরকার শূন্য পদে নিয়োগের আন্তর্জাতিক পর্যায় থেকে আবেদনের অনুমতি দেয়, যা ভারত, নাইজেরিয়ার মতো দেশগুলোতে ব্যাপক সাড়া ফেলে। আর এই সুযোগটা কাজে লাগায় এই প্রতারক চক্র। নিবন্ধিত কোন প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীর স্পনসর হলেই কেবল তিনি ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে পারবেন। আর স্পনসরশিপের কোন অর্থ ব্যয় করতে হয় না।

বিবিসির প্রতিবেদন

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের