বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্রের লাল তালিকায়
মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশও যুক্ত হয়েছে। বর্তমানে তালিকায় মোট ২১টি দেশ রয়েছে এবং এসব দেশগুলোতে ভ্রমণের জন্য চতুর্থ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
এই তালিকাটি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে, যা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা হিসেবে বিবেচিত। বাংলাদেশ ছাড়াও তালিকায় আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন অন্তর্ভুক্ত রয়েছে।
গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। তার পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এই সতর্কবার্তায় বাংলাদেশে বেসামরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস ও ট্রেন স্টেশন, বাজার, শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে। তাই তারা যেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এসব দেশ ভ্রমণ এড়িয়ে চলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com