ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে ‘ভিসা অ্যামনেস্টি’: চলছে দক্ষ কর্মী নিয়োগ

সংযুক্ত আরব আমিরাতে ‘ভিসা অ্যামনেস্টি’: চলছে দক্ষ কর্মী নিয়োগ

ফাইল ফটো

Publish : 06:37 AM, 09 September 2024.
প্রবাসন ডেস্ক :

আরব আমিরাতের ভিসা অ্যামনেস্টি কর্মসূচির আওতায় বিভিন্ন কেন্দ্রে বৈধ কাগজপত্র পাওয়ার জন্য ভিড় করা কর্মীদের মধ্যে দক্ষ কর্মীদের সরাসরি নিয়োগ দিচ্ছে দেশটির ট্রান্সগার্ড গ্রুপ, শোভা কনস্ট্রাকশন ও  হটপ্যাকের মতো বিভিন্ন কোম্পানি। 

বৈধ হওয়ার পর তাদেরকে আরব আমিরাতে জীবন গড়তে যে সুযোগ দেওয়ার আশা প্রকাশ করছে কোম্পানিগুলো।  

সংযুক্ত আরব আমিরাতের চলমান সাধারণ ক্ষমা কর্মসূচিকে সমর্থন করার জন্য আল আবিরের জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) তাঁবুতে বেশ কয়েকটি  কোম্পানি স্পট ইন্টারভিউর ব্যবস্থা করেছে। এদিকে অন্যদিকে সাধারণ ক্ষমার প্রথম দিনে কেবল দুবাইতে এক হাজারেরও বশি অবৈধ কর্মী বৈধ হয়েছেন। 

দুবাইতে জিডিআরএফএ-এর মহাপরিচালক  লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি বলেন, প্রথম দিনে যে সাড়া পেয়ে আমরা খুশি। এক হাজারেরও বেশি মানুষ প্রথম দিনে সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছে।’

কোম্পানিগুলি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা প্রবাসীদের হাজার হাজার কাজের সুযোগ দিচ্ছে, এর মাধ্যমে স্ট্যাটাস নিয়মিত হওয়ার পর ইউএইতে তাদের জীবন গড়ার দ্বিতীয় সুযোগ প্রদান করা হচ্ছে।

বিভিন্ন সেক্টর জুড়ে চাকরি:

ট্রান্সগার্ড গ্রুপ : সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান জনশক্তি নিয়োগদানকারী  প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই গ্রুপের সিইও রাবি আতিয়েহ বলেন, ‘আমরা এই রকম জাতীয় মিশনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে আমরা প্রথমে আছি। প্রথম মধ্যে আছি। তিনি বলেন, ‘আমরা সাধারণ ক্ষমার মেয়াদের পরবর্তী দুই মাসে বিভিন্ন শিল্পে যতটা সম্ভব আধা-দক্ষ কর্মী নিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘যেহেতু আমরা নির্মাণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা পর্যন্ত সহ প্রায় প্রতিটি শিল্পে আমারা পরিষেবা সরবরাহ করছি, তাই আমরা সংযুক্ত আরব আমিরাতের হাজার হাজার আধা-দক্ষ কর্মী নিয়োগের জন্য উন্মুক্ত। আমরা এই উদ্যোগে অংশগ্রহণকারী প্রথম  কোম্পানি হতে পেরে গর্বিত। এটা আমাদের জন্য শুধু নিয়োগ নয়, কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য একটি প্রচেষ্টাও।’ 

আতিয়াহ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করার সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হওয়া লোকদের সুযোগগুলি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, ‘আমরা সবচেয়ে খুশি হব যদি আমরা আমাদের দেশে থাকা লোকেদের এখানে থাকতে সাহায্য করতে পারি। আমরা জানি তারা কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, এবং আমরা তাদের জন্য দরজা খুলতে এবং তাদের স্বাগত জানাতে খুব আগ্রহী। সংযুক্ত আরব আমিরাত সমগ্র বিশ্বের একটি দ্বিতীয় হোম।’ 

শোভা কনস্ট্রাকশন : সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে শোভা কনস্ট্রাকশন। সাধারণ ক্ষমা কর্মসূচিতে অংশগ্রহণকারী আরেকটি বড় কোম্পানি। শোভা কনস্ট্রাকশনের রিক্রুটিং শাখার প্রধান জমির ফরিদ, তিনি তাদের চলমান প্রকল্পগুলির চাহিদা মেটাতে  কোম্পানির একটি বৃহৎ জনবলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ফরিদ বলেন, ‘আমাদের ১৮টিরও বেশি প্রকল্প রয়েছে এবং আমাদের দক্ষ ও অদক্ষ মিলে ১৮,০০০ থেকে ২০,০০০ জনেরও  বেশি লোকের প্রয়োজন। আজ আমরা এখানে কিছু কর্মী রিক্রুট করার জন্য এসেছি। ’

হটপ্যাক: সংযুক্ত আরব আমিরাতের প্যাকেজিং খাতের একটি উল্লেখযোগ্য কোম্পানি। হটপ্যাকের ডেপুটি জেনারেল ম্যানেজার অব অপারেশন মুজিব রহমান বলেন,  কোম্পানিটি বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য দক্ষ ও অদক্ষ উভয় কর্মী প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের সংযুক্ত আরব আমিরাত জুড়ে কারখানা রয়েছে এবং আমাদের মেশিন অপারেটর ও ইলেকট্রিশিয়ানের  শত শত শূন্যপদ রয়েছে। এছাড়া অদক্ষ কর্মীর জন্য প্যাকিং,  ডেলিভারি ও সাহায্যকারীর জন্য শূন্যপদ রয়েছে। আমরা প্রথম ৩০ দিন এখানে থাকবো।  

সূত্র: খালিজ টাইমস। 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গণঅভ্যুত্থানের পরে নব রূপায়নে মঞ্চে আসছে অতঃপর প্রণয় শিরোনাম ‘আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না ’ শিরোনাম আমাদের অর্থনীতির মিরাকল হচ্ছে অভিবাসী শ্রমিকরা শিরোনাম অনলাইন ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়ে রাবিড কাজ করছে শিরোনাম ভোটার না হওয়া পর্যন্ত প্রবাসীরা অবহেলিত থেকে যাবে শিরোনাম চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা