ঢাকা, বাংলাদেশ ০৮ এপ্রিল, ২০২৫

রেমিট্যান্স প্রবাহে আবারো রেকর্ড: সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ডলার

রেমিট্যান্স প্রবাহে আবারো রেকর্ড: সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ডলার

Publish : 04:57 AM, 02 October 2024.
প্রবাসন প্রতিবেদন :

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে রেমিট্যান্স প্রবাহে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে তা আগস্টের পর সেপ্টেম্বরেও  অব্যাহত রয়েছে।  সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার, যা বিগত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২৭ কোটি ডলার বেশি। বিগত বছরের ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪৩ লাখ ডলার। চলতি বছরের আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার, জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। রেমিট্যান্স আহরণে শীর্ষ স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর সর্বোচ্চ রেমিট্যান্স আসা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে।

২০২০-২১ অর্থবছরের পর এটাই একমাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। ওই বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে এসেছে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার। 

গত অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১১৩ কোটি ৪৩ লাখ ডলার। 

বছর                    জুলাই                আগস্ট              সেপ্টেম্বর ( কোটি ডলার)

২০২৪-২৫           ১৯১. ৩৭             ২২২. ৪১           ২৪০.৪৭

২০২৩-২৪            ১৯৭. ৩১           ১৫৯. ৯৪            ১১৩.৪৩

বরাবরের মতো এবারো রেমিট্যান্স আহরণে ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ২৭ লাখ ডলার, এর পরে রয়েছে অগ্রণী ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ২১ লাখ ডলার।   এর পরে আছে ট্রাস্ট ব্যাংক, এই বাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ডলার, চতুর্থ স্থানে থাকা সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার, ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ডলার, ঢাকা ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৪৩ লাখ ডলার, এনসিসি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪০ লাখ ডলার, মিউচ্যুলায় ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৫৭ লাখ ডলার, ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার। মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৪১ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাসে টানা ২ বিলিয়ন করে রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ এর জুলাই মাসে এসে হঠাৎ করে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। জুলাই জুড়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের সময় বেশ কয়েক দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে, এছাড়া ইন্টারনেট সেবাও বন্ধ থাকে কয়েক দিন। এছাড়া এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর জন্য প্রবাসীদের অনেকে প্রচারণা চালায় এবং এর প্রভাব পড়ে জুলাইয়ের রেমিট্যান্স প্রবাহে। 

পাঁচ আগস্ট সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আবার ইতিবাচক ধারায় ফিরে আসে রেমিট্যান্স প্রবাহ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের শিরোনাম জার্মানিতে স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে