মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে কনস্যুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত হাইকমিশনের
মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে কনস্যুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ও অন্যান্য সেবা আরো সহজ করার লক্ষ্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
বুধবার (২৪ জুলাই) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার টিম ক্যামেরন হাইল্যান্ডসে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী শনিবার (১০ আগস্ট) ও রোববার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ডসে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। রিংলেট ৭ নম্বর মেইন রোডের নিয়ার কারি হাউসে পাসপোর্ট বিতরণ করা হবে। আগামী বুধবার (৭ আগস্ট) এর মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার নির্দেশনা দেয়া হয়েছে।
এক্ষেত্রে যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে সরাসরি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য এই ঠিকানায় ক্লিক করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগে সেবাটি চালু থাকবে। তবে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।
কনস্যুলার টিম উল্লিখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর কল সেন্টারের হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক।
অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র জমা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ই-পাসপোর্টের আবেদনপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে।
পাসপোর্টের তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, লেটার অব ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়নপত্র, অ্যাকাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়নসহ অন্যান্য সত্যায়নপত্র কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের সেবা দেয়া হবে বলেও স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com