ছবি প্রবাসন নিউজ
‘প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে, অথচ আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না। মিডিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোকে তুলে ধরা হয় নেতিবাচকভাবে। ’
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সাপ্তাহিক প্রবাসনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে মো.ছিদ্দিকুর রহমান ভূঞা এই কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, মাইগ্রেশন বিশেষজ্ঞ আসিফ মুনীর, রাবিড সভাপতি আরিফুর রহমান, সিআইবি ফাউন্ডেশন (কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ) এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব) ড. মোহাম্মদ বাসিদুল ইসলাম, টোয়াবের সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, ওয়্যারবী ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, প্রবাসনের সম্পাদক ম-লীর সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার, ফেমাস স্পেশালাইজড হসপিটালের এমডি মো. ইউনূস প্রমুখ।
মো.ছিদ্দিকুর রহমান ভূঞা বলেন,‘রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে মিডিয়ার প্রতি অনুরোধ আপনারা আমাদেরকে নেতিবাচক দিক থেকে না দেখে ইতিবাচক দিক থেকে দেখুন। একটা লোক ঠিক মতো কথা বলতে পারে না, সেই লোকটাকে আমরা বিদেশে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। গ্রামে একটা কামলা পাড়া, ওই কামলা পাড়ার ছেলেরা বিদেশ যাওয়ার কারণে সেখানে এখন তিন তলা ৫ তলা বিল্ডিং, তাদের ছেলে মেয়েরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার। আমাদের সাকসেসগুলো মিডিয়ায় উঠে আসে না।
তিনি বলেন, দূতাবাসগুলো ঠিক মতো সার্ভিস দেয় না। তারা যদি ঠিক মতো সার্ভিস দিতো বিদেশে লোক যাওয়া অনেকগুণ বেড়ে যেত। অনেক কষ্ট করে কিছু কাজ নিয়ে আসার পর দেখা গেল আমাদের দূতাবাসগুলো সেই ভিসা সত্যায়িত করতে দুই তিন সপ্তাহ লাগিয়ে দেয়। অথচ ইন্ডিয়ার দূতাবাস ওই ধরনের কাজ চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করে দেশে পাঠিয়ে দেয়। এই ধরনের বহু কারণে কর্মী নিয়োগকারী কোম্পানিগুলো বিরূপ হয়ে অন্য দেশ থেকে লোক নিচ্ছে।
ইউরোপের মার্কেটে আমরা কয়েক বছর ধরে কাজ করে আসছি। তিন চার বছর কষ্ট করে, অনেক টাকা ইনভেস্ট করেছি। এখন কিছুটা রেজাল্ট পাচ্ছি, ৩০ হাজার ওয়ার্ক পারমিট এসেছে, অথচ লোকগুলো পাঠানোর জন্য যেতে হচ্ছে দিল্লিতে। ৫ আগস্টের পর ইন্ডিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা এই মার্কেটটাও হারিয়ে ফেলবো।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কালবিলম্ব না করে এই দিকে তাকান। ভিসা প্রসেসিং যাতে বাংলাদেশ থেকে করা যায় সেই ব্যবস্থা করেন। একবার এমপ্লয়ার নষ্ট হয়ে গেলে দুই তিন বছরেও ঠিক করা যাবে না।’
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com