ছবি প্রবাসন নিউজ
দেশের অর্থনীতিতে বিরাট অবদার রাখার পরও প্রবাসীরা অবহেলিত থাকার কারণ তাদের ভোটাধিকার নেই, দেশে সরকার গঠনে তাদের কোন অংশগ্রহণ নেই। প্রবাসীরা যতো দিন ভোটার না হবে ততোদিন তাদের প্রতি অবহেলার মনোভাব দূর হবে না।
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সাপ্তাহিক প্রবাসনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন।
এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, মাইগ্রেশন বিশেষজ্ঞ আসিফ মুনীর, রাবিড সভাপতি আরিফুর রহমান, প্রবাসনের পরিচালক মণ্ডলীর সদস্য মো. ছিদ্দিকুর রহমান ভূঞা, সিআইবি ফাউন্ডেশন (কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ) এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব) ড. মোহাম্মদ বাসিদুল ইসলাম, টোয়াবের সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, ওয়্যারবী ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, প্রবাসনের সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার, ফেমাস স্পেশালাইজড হসপিটালের এমডি মো. ইউনূস প্রমুখ।
বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুুরী নোমানের পাঠানো লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক খোকন দাসের সভাপতিত্বে অনুষ্টিত ওই
সভা পরিচালনা করেন সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক-মণ্ডলীর সদস্য সৈয়দা পারভীন আক্তার।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে রেমিট্যান্স একটা জীবনদানকারী ক্ষেত্র। অনেকে বলেন যে, আমাদের অর্থনীতিতে একটা মিরাকল হয়েছে। এই মিরাকলের একটা হচ্ছে গার্মেন্টস, আর একটা হচ্ছে অভিবাসী শ্রমিক। দুই সেক্টর অর্থনীতিতে একটা পরিবর্তন এনেছে। এতো টাকা পাচার হচ্ছে, তবু দেশটা চলছে কিভাবে? চলছে এই রেমিট্যান্সের কারণে।’
আসিফ মুনীর বলেন,‘অর্থনীতি পর্যলোচনার জন্য যে স্বেতপত্র হয়েছে সেখানে মাইগ্রেশন সেক্টরের একজন আছেন। সেখানে এই সেক্টর নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে। সরকার চাইলে সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারে। আর চাইলে আলাদা একটা কমিশন হতে পারে। আপনারা যেহেতু দুইটা মন্ত্রণালয়ে দেখা করেছেন, সংস্কারের প্রস্তাব দিয়েছেন, ইউরোপ নিয়ে কাজ করছেন সেগুলোও গুরুত্ব দিতে পারে সরকার।’
রাবিড সভাপতি আরিফুর রহমান বলেন, ‘এই সেক্টরে বিভিন্ন অংশীজন আছে, তাদের সবাইকে নিয়েই এই সেক্টর। তাই তাদের সবার জন্যই এই দিবস। অনেক দিন থেকে বিচ্ছিন্নভাবে পালন করা হয়ে আসছে গতানুগতিকভাবে। যে কারণে আজকে আমরা রিক্রুটিং এজেন্সির যে মালিক আছেন তাদের প্রতিনিধি, ট্রেনিং সেন্টারের মালিকদের প্রতিনিধি, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং মেডিকেল সেন্টারের মালিকদের প্রতিনিধিদের এই আলোচনায় রাখার জন্য চেষ্টা করেছি। ’
মো. ছিদ্দিকুর রহমান ভূঞা বলেন, ‘রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে মিডিয়ার প্রতি অনুরোধ আপনারা আমাদেরকে নেতিবাচক দিক থেকে না দেখে ইতিবাচক দিক থেকে দেখুন। একটা লোক ঠিক মতো কথা বলতে পারে না, সেই লোকটাকে আমরা বিদেশে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। গ্রামে একটা কামলা পাড়া, ওই কামলা পাড়ার ছেলেরা বিদেশ যাওয়ার কারণে সেখানে এখন তিন তলা ৫ তলা বিল্ডিং, তাদের ছেলে মেয়েরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার। এই চিত্রটা মিডিয়ায় উঠে আসে না। এই চিত্রটা তুলে ধরুন।’
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com