ছবি প্রবাসন নিউজ
ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইউরোপের বিভিন্ন দেশের কনস্যুলেট বা এম্বাসি বাংলাদেশে নিয়ে আসার দাবি জানান।
তারা বলেন,‘ ইউরোপের বিভিন্ন দেশের কনস্যুলেট বা এম্বাসি বাংলাদেশে না থাকায় আমাদেরকে কনস্যুলেট বা এম্বাসি কার্যক্রম সম্পন্ন করার জন্য ভারত বা নেপালে যেতে হয়। এতে করে ভ্রমণ ব্যয়, হোটেল খরচ ও আনুষাঙ্গিক খাতে এক দেড় লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে। এতে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেক সময় লেগে যাচ্ছে। ভারত এখন আমাদের ভিসা প্রত্যাখ্যান করছে।
এদিকে নেপালে অবস্থিত বিভিন্ন দূতাবাসে ভিসার আবেদনের জন্য বিভিন্ন সময় আপলোড করা হয় কোন কারণ ছাড়াই। এতে অনেকে ভিসা আবেদনে ব্যর্থ হচ্ছে। এই সমস্যা দূর করতে ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসী বা কনস্যুলেট দেশে স্থাপনের বিকল্প নেই। ’
কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের আহ্বায়ক নাফিসা ইসলাম খাঁন, সদস্য সচিব মেহেদী হাসান আশিক, শহিদুল ইসলাম সাগর, সামস মান্না, মীর মুরাদ, আসমা বেগম, সোহেল রানা প্রমুখ।
ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের আন্দোলনের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরোপ ও উন্নত বিশে^র বিভিন্ন দেশে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন রাবিডের কোষাধ্যাক্ষ সৈয়দা পারভীন আক্তার।
নাফিসা ইসলাম খাঁন বলেন,‘ ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক মানুষ যেতে পারে সে জন্য ইউরোপীয় সকল কনস্যুলেট ও এম্বাসী কার্যক্রম যাতে দেশে সম্পন্ন করা যায় তা নিশ্চিত করতে হবে। এই সরকার চাইলে তা করতে পারে। কনস্যুলেট ও এম্বাসী স্থাপনে যদি সময় লাগে তা হলে ভিএফএস এখানে নিয়ে আসা সম্ভব। আমরা অবিলম্বে এই উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’
সৈয়দা পারভীন আক্তার বলেন,‘আপনারা যে দাবিতে কর্মসূচি পালন করছেন একই দাবিতে আমাদের সংগঠন রাবিডের পক্ষ থেকে আন্দোলন করে আসছি। রাবিড আপনাদের সাথে আছে। আমাদের শ্রমবাজার মধ্যপ্রাচ্যকেন্দ্রীক, ইউরোপ ও উন্নত বিশে^র দেশগুলোর শ্রমবাজার ধরতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আসমা বেগম বলেন, ‘আমরা বিদেশে কর্মী পাঠাই, রেমিট্যান্স আসে এই সাফল্যগুলো সবাই দেখে। আমাদের কষ্টগুলো কেউ দেখে না। ইউরোপের দেশগুলোর এম্বাসী না থাকায় আমাদেরকে ইন্ডিয়া বা নেপালে গিয়ে দেড় দুই মাস অপেক্ষা করতে হয় ভিসার জন্য। সবাই তো ভিসা পায় না। অনেক কর্মী ভিসা না পেয়ে খালি হাতে ফিরে আসে, মাঝখান দিয়ে এক থেকে দেড় লাখ টাকা চলে যায় অন্য দেশে। ’
তিনি বলেন,‘আমাদের দেশের টাকা দেশে থাকবে , আর এক দেশে যাবে কেন? ’
শহিদুল ইসলাম সাগর বলেন,‘এই সরকারে প্রধান উপদেষ্টা চাইলে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বা ইমেজ কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি বা কনস্যুলেট এই দেশে নিয়ে আসার ব্যবস্থা করতে পারেন। এটা যদি সময় সাপেক্ষ হয় তা হলে ভিএফএস নিয়ে আসতে পারে, যাতে করে ওই ভিএফএসের মাধ্যমে সবগুলো দেশের কাজ করা যায়।’
মেহেদী হাসান আশিক বলেন,‘ নেপাল যদি ভিএফএস নিয়ে এসে কাজ করতে পারে আমাদের সরকার কেন পারবে না? আমাদের দেশ কি কোন দিক থেকে পিছিয়ে আছে? এর জন্য দরকার সরকারের আন্তরিকতা।’
নেতারা আগামী এক ডিসেম্বরের মধ্যে দাবি আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com