ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০২৪

বায়রার নির্বাচনের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা

বায়রার নির্বাচনের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা

ফাইল ছবি

Publish : 08:05 AM, 11 November 2024.
প্রবাসন প্রতিবেদন :

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ১৮ নভেম্বর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। সে সময় পর্যন্ত নির্বাচন স্থগিতই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী তফসিল স্থগিত করেন হাইকোর্ট।
সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে ওই দিন বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই দিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন  জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
 সেদিন আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া জানান, গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল  ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ  ঘোষণা করা হয়েছে। এই তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এই আইনজীবী আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল  বোর্ড গঠন করার কথা। তা না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। তা ছাড়া এর মধ্যে নয়জন কার্যনির্বাহী কমিটির সদস্য পদত্যাগ করেছেন। এই অবস্থায় নির্বাচনী তফসিল ঘোষণা করা অবৈধ তাই হাই কোর্ট উভয় পক্ষকে শুনে তফসিল স্থগিত করেছেন। এই আদেশের ফলে বায়রার নির্বাচন স্থগিত থাকবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গণঅভ্যুত্থানের পরে নব রূপায়নে মঞ্চে আসছে অতঃপর প্রণয় শিরোনাম ‘আমাদের সাকসেসগুলো মিডিয়ায় আসে না ’ শিরোনাম আমাদের অর্থনীতির মিরাকল হচ্ছে অভিবাসী শ্রমিকরা শিরোনাম অনলাইন ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়ে রাবিড কাজ করছে শিরোনাম ভোটার না হওয়া পর্যন্ত প্রবাসীরা অবহেলিত থেকে যাবে শিরোনাম চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা