ছবি প্রবাসন নিউজ
কর্মীরা যাতে কোন একটি ভাষা শিখে এবং কোন একটি বিশেষ বিষয়ে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে উন্নত দেশ ও ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠিত রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার ও ট্রেনিং সেন্টার দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে ভাষা শিখে ও বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে অনেকে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দক্ষ কর্মী খুঁজে নিতে সার্বিয়ার ডেলিগেট দুই দিন ধরে রাবিড ট্রেনিং সেন্টার ও ল্যাঙ্গুয়েজ সেন্টারে ইন্টারভিউ নিচ্ছেন। আজ মঙ্গলবার (২২অক্টোবর) রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টারে ছিল চাকরি প্রার্থীদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরি প্রার্থীরা উন্নত জীবনের আশায় ইউরোপ যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন।
আতিকুর রহমান, এসেছেন পিরোজপুর থেকে। তিনি ১৭ বছর সৌদিতে কাজ করেছেন ইলেকট্রিক্যাল খাতে। দেশে ফিরে আসেন কিছু করার জন্য। দেশে এসে মেডিসিনের দোকান দেন। তিনি এই কাজে সন্তুষ্ট নয়, এই জন্য আবার বিদেশ যাওয়ার সিন্ধান্ত নিয়েছেন। ইউরোপে বেতন বেশি হওয়ায় তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপ যাওয়ার। তিনি এসেছেন সার্ভিয়ায় যাওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য।
শামীম মিঞা, বাড়ি জামালপুর। সার্বিয়া যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন রাবিড কার্যালয়ে, সঙ্গে তার বড় ভাইও এসেছেন। তাঁর বড় ভাই বলেন, ‘শামীম ডিগ্রিতে পড়ে। ডিগ্রি পাস করে কি কাজ করবে এই নিয়ে তিনি চিন্তিত, এই জন্য ভাইকে নিয়ে এসেছেন সার্বিয়া যাওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য।’
চট্টগ্রামের পতেঙ্গা থেকে এসেছেন মো নূর নবী, নিজে রেস্টুরেন্ট পরিচালনা করেন। তিনি বলেন, মিডেলইস্ট যেতে ভালো লাগে না এই জন্য ইউরোপ যেতে চাই। সার্বিয়ার রেস্টুরেন্ট সেক্টরে চাকরির বিষয়ে তিনি আশাবাদী।
মো. রিপন মিঞা, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মার্কেটিংএ ডিপ্লোমা করেছেন। মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে। তিনি বলেন, যে চাকরি করি এতে পরিশ্রম অনুযায়ী বেতন পাই না। এই বেতনে পোষায় না। তাই ইউরোপ যেতে চাইছেন। ইংরেজি ভাষা শিখেছেন প্রস্তুতি হিসেবে। তিনি বলেন, ‘যে কোম্পানিতে কাজ পাবো সেই কোম্পানিতে কাজ করবো। শুনেছি অনেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার কোন ইচ্ছা নেই। এতে দেশের সুনাম নষ্ট হয়।’
জনি মিঞা, তিনি এসেছেন মুন্সিগঞ্জ থেকে। ম্যানেজমেন্টে অনার্স পড়ছেন। পাশাপাশি রেস্টুরেন্টের উপরে ট্রেনিং নিয়েছেন। তিনি বলেন, টেনিং ছাড়া ইউরোপে কাজ পাওয়া যায় না।
হাফিজুর হমমান, এসেছেন সিলেট থেকে। ইন্টারভিউ শেষে ক্লিানার হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে এখন ইংরেজি শিখতে হবে। ভালো ইংরেজি না জানলে সেখানে কাজ করতে পারবো না। বিষয়টা আগে বুঝিনি, বুঝলে ইংরেজি ভাষার উপর প্রশিক্ষণ নিতাম।’
মো. তাজুল মিঞা এসেছেন নরসিংদী থেকে। তিনি অনেক দিন থেকে বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে মিডলম্যানের কাজ করছেন। সার্ভিয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য তার লোক এসেছে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচের চাইতে ইউরোপের বিভিন্ন দেশে এখন কর্মীদের আগ্রহ বেশি। কারণ, সেখানে বেতন ও সুযোগ-সুবিধা বেশি। কিন্তু এইসব দেশে যেতে হলে ভাষা শিক্ষা আর ট্রেনিং লাগে। আমার লোক রাবিড ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিংএ ট্রেনিং নিয়েছে এবং তারা ভালো করেছে।’
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com