ছবি প্রবাসন নিউজ
দেশের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিনের সকল পর্যটন স্থাপনা অপসারণ না করে এই শিল্পকে চলমান রেখে প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপদ যাতায়াত ও রাত্রিযাপন অব্যাহত রাখার দাবিতে শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট মো: রাফেউজ্জামান। তিনি বলেন,‘ সেন্টমার্টিন দ্বীপ আমাদের দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এই দ্বীপে ভ্রমণ করেন ও রাতে অবস্থান করে এর সৌন্দর্য্য উপভোগ করেন। এই দ্বীপে পর্যটক সীমিত, রাত্রিযাপন নিষিদ্ধ না করে হাজার হাজার মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখতে হবে। সকল পর্যটন স্থাপনা অপসারণ না করে এই শিল্পকে চলমান রেখে প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( টোয়াব) এর নেতৃবৃন্দ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের নেতৃবৃন্দ, সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোটের নেতৃবৃন্দ, ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ট্যাব) এর নেতৃবৃন্দ, সেন্টমার্টিন দোকান মালিক সমিটির নেতৃবৃন্দ, সেন্টমার্টিন হোটেল মালিক সমিটির নেতৃবৃন্দ, বোট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, মৎসজীবী মালিক সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব) এর নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: রাফেউজ্জামান যতো দ্রুত সম্ভব এই দ্বীপের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।
সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্র্ডের গভর্নিং বডির সদস্য শিবলুল আজম কোরেশী বলেন, ‘টেকনাফ থেকে জাহাজ চলাচলের উপযুক্ত পথ নির্ধারণ করে লাখো মানুষের জীবিকা বাঁচিয়ে রাখতে হবে। এই দ্বীপের বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বীপবাসী ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। তিনি সেন্টমার্টিন বিষয়ে বিগত সরকারের গৃহীত সব দেশবিরোধী ও পর্যটন-বিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com