ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

উঠে যাচ্ছে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন : স্বাগত জানিয়েছে রাবিড

উঠে যাচ্ছে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন : স্বাগত জানিয়েছে রাবিড

ফাইল ছবি

Publish : 05:39 AM, 16 February 2025.
প্রবাসন নিউজ :

ইউরোপ ও উন্নত বিশে^র দেশগুলোতে কর্মী প্রেরণকারী সংগঠন রাবিডসহ জনশক্তি রফতানি খাতের সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম বাতিলের দাবি জানিয়ে আসছেন। অবশেষে এই নিয়ম বাতিল হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ‘এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’ 

১৬ ফেব্রুয়ারি সকালে নিজ কার্যালয়ে শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্ঠা বলেন,‘পাসপোর্ট আমাদের নাগরিক অধিকার। জন্মসনদ ও এনআইডির মাতো পাসপোর্টও এই দেশের নাগরিকদের একটি পরিচয়পত্র। জন্মসনদ ও এনআইডির জন্য আমাদের যেমন পুলিশ ভেরিফিকেশন লাগেনি, তেমনি পাসপোর্টের জন্যও লাগবে না। এই দেশের নাগরিক হিসেবেই আমরা তা পাবো।’

তিনি বলেন,‘ পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করেছি এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’ 

রাবিডের সভাপতি আরিফুর রহমান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,‘ বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অনেক কারণের মধ্যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন অন্যতম। দীর্ঘসূত্রিতার কারণে আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে আমরা অনেক দিন থেকে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছি। পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা ইতিবাচক মনে করছি। এতে জনশক্তি প্রেরণে দীর্ঘসূত্রিতা কিছুটা কমে আসবে। তবে এই সেক্টরের স্বার্থে দীর্ঘসূত্রিতা পুরোপুরি দূর করতে হবে।  এইজন্য প্রবাসে গমনেচ্ছুক কমীরা যাতে ২৪ ঘন্টার মধ্যে পাসপোর্ট পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’ 

 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের