ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

জনশক্তি প্রেরণে নতুন সম্ভাবনা পর্তুগাল

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান রিক্রুটিং এজেন্সির মালিকরা

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান রিক্রুটিং এজেন্সির মালিকরা

ফাইল ছবি

Publish : 06:39 AM, 12 February 2025.
প্রবাসন ডেস্ক :

 পর্তুগালে দক্ষ কর্মীর সংকট তীব্র আকার ধারণ করেছে। এই সংকট পূরণে দেশটিতে প্রতিবছর ৫০ হাজার থেকে এক লাখ দক্ষ বিদেশি কর্মী রিক্রুট করতে হবে। পর্তুগালের মাইগ্রেশন এন্ড হিউম্যান রাইটস বিভাগের এক জরিপে এই তথ্য জানানো হয়।  

এই সংকট সমাধানে বিদেশি কর্মী আকৃষ্ট করতে ভিসা ইস্যুর প্রক্রিয়া সহজ করা হয়েছে।  

তথ্যে জানা যায়, দেশটিতে বয়ষ্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একইসঙ্গে জন্মহারও হ্রাস পাচ্ছে। এই কারণে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মীর সংকট দেখা দিয়েছে। নির্মাণ, হেলথকেয়ার ও রেস্টুরেন্ট খাতে কর্মী সংকট তীব্র। কেবল নির্মাণ খাতেই এই মুহুর্তে ৮০ হাজার দক্ষ কর্মীর প্রয়োজন। 

ওই জরিপের সঙ্গে যুক্ত একজন বলেছেন, মেশিনারিজ ও প্রযুক্তি যেমন রোবোটের আরো আপডেট না হওয়া পর্যন্ত সংকট মোকাবেলায় প্রবাসী কর্মীর উপর নির্ভর করতে হবে। 

এই ঘাটতি পূরণে এর মধ্যে সিজেনাল, শর্ট টার্ম, লংটার্ম ভিসা ইস্যু শুরু করেছে। সিজনাল ভিসা মূলত ট্যুরিজম খাতের কর্মী স্বল্পতা পূরণে ইস্যু করা হয়ে থাকে।  দেশটিতে ট্যুরিজমের মৌসুমে এই সেক্টরে প্রচুর কর্মীর প্রয়োজন হয়। এই ভিসায় যাওয়া কর্মীরা এই সেক্টরে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত সে দেশে অবস্থান ও কাজ করার সুযোগ পায়। সামার সিজনে হোটেল রেস্টুরন্ট পুরোদমে চালুর প্রস্তুতি চলছে দেশটিতে, এই সময় হোটেল রেস্টুরেন্টে প্রচুর কর্মীর চাহিদা তৈরি হয়। 

 পর্তুগালের এজেন্সি ফর ইন্টিগেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম (এআইএমএ) দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের নিয়মিত বা বৈধ হতে সহায়তার জন্য অনলাইন ফ্লাটফরম কার্যক্রম শুরু করেছে। ২০২৪ সালের ৪ জুন পর্যন্ত দেশটিতে অবস্থানকারীদের মধ্যে যারা সেই দেশের  সামাজিক সুরক্ষায় অবদান রেখেছেন তারা নিয়মিত হওয়ার ক্ষেত্রে যোগ্য হবেন। 

এই দিকে সার্বিয়াতেও দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।  

পর্তুগাল ও সার্ভিয়াতে একটা দালাল চক্র অবৈধভাবে কর্মী পাঠাতে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। দালাল চক্রের কারণে সম্ভাবনাময় রোমানিয়ার বাজার প্রায় বন্ধ হয়ে গেছে। এই দিকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি  থেকে দুবাই হয়ে রাশিয়ায় কর্মী পাঠানোর ঘটনায় বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। 

 এই বিষয়ে ইউরোপ ও উন্নত বিশে^ কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন রাবিডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। 

রাবিডের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঞা বলেন,‘ইউরোপের মার্কেটে অবৈধ অভিবাসন ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বৈধ পথে কর্মী পাঠানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করার উদ্যোগ নিতে হবে। এটাস্টেশন, ম্যানপাওয়ারে দীর্ঘসূত্রিতা দূর করতে হবে, অভিবাসন ব্যয় কমাতে হবে।’

তারা বলেন,‘রিক্রুটিং এজেন্সিগুলো কখনোই অবৈধ পথে কর্মী পাঠায় না। অথচ এক শ্রেণির চক্র অবৈধ পথে কর্মী পাঠানোর কাজে জড়িত, এদের কারণে রিক্রুটিং এজেন্সিগুলোর দুর্নাম হচ্ছে, অনেক সময় ঢালাওভাবে এজেন্সিগুলোকে অভিযুক্ত করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এই সেক্টরের স্বার্থে।’

আরিফুর রহমান বলেন,‘ট্রাভেল এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কোন বৈধ এখতিয়ার নেই। গ্রামাঞ্চলে অনেকে ট্রাভেল এজেন্সি, হজ¦ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির মধ্যে পার্থক্য করতে পারে না। এই সুযোগটা নিচ্ছে একশ্রেণির ট্রাভেল এসেন্সির মালিক, যার কোন বৈধ এখতিয়ার নেই। 

অনেক কাঠখড় পোড়ানোর পর একটা দেশের শ্রমবাজার উন্মুক্ত হয়, অথচ এদের কারণে সেই শ্রমবাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক শ্রেণির দালালের কারণে রোমানিয়ার শ্রমবাজারটা প্রায় বন্ধ হয়ে গেছে। ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধের পথে। এখন পর্তুগালে ও সার্বিয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে, এই চক্রের কারণে দেশ দুটোর বাজারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  যে বা যারা বিদেশ কর্মী পাঠাবে তাদের অবশ্যই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠাতে হবে।’

তিনি বলেন,‘রিক্রুটিং এজেন্সিগুলো পত্রিকায় বা সোস্যাল মিডিয়ায় যেখানে বিজ্ঞপ্তি প্রকাশে পূর্বানুমতি লাগে সেখানে এইসব ট্রাভেল এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদারি বিজ্ঞাপন দিচ্ছে হরদম। বিভিন্ন দেশের বিভিন্ন পেশায় লোভনীয় বেতনের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এই জনশক্তি প্রেরণ খাত সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।’ 

 মো. ছিদ্দিকুর রহমান ভূঞা বলেন,‘রাশিয়ায় বিরাট সম্ভাবনা রয়েছে, অথচ একটা চক্র কিছু যুবককে সেই দেশের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে, যা আমরা যারা জনশক্তি প্রেরণের সঙ্গে যুক্ত তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কেবল তাই নয়, এক ধরনের নেতিবাচক মনোভাবও তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ সেক্টরের স্বার্থে সরকারের উচিত হবে কঠোরভাবে অবৈধ অভিবাসনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’  

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের