প্রবাসন নিউজ
রাবিড টেকনিক্যাল ট্রেনিং ও ল্যাঙ্গুয়েজ সেন্টার (আরটিটিএলসি) এর উত্তরা দিয়াবাড়িস্থ সেন্টারে শনিবার ৮ ফেব্রুয়ারি বৈদেশিক কর্মসংস্থানে ট্রেনিং সেন্টার একমাত্র ভবিষ্যৎ’ - শীর্ষক একটি আলোচনা সভা ও আগ্রহীদের শেয়ার ক্রয় এবং সেন্টার পরিদর্শনের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাবিড সভাপতি আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ভূঁঞা।
সভায় আরো উপস্থিত ছিলেন রাবিডের অন্যতম নেতা সদ্য ইউরোপ সফর করে আসা শান্ত দেব শাহা।
তিনি তার ইউরোপ ট্যুরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন,
‘আন্তর্জাতিক মানের ট্রেনিং ও ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে আমরা ইউরোপ ও উন্নত বিশ্বসহ দক্ষ কর্মীর বাজার ধরতে পারবো।’
সভায় অন্যতম আরটিটিএলসির পরিচালক ইলিয়াস হোসেন উপস্থিত ট্রেনিং সেন্টারের শেয়ার ক্রয়ে আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভার শেষের দিকে উপস্থিত জনশক্তি প্রেরণ ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
রাবিড সভাপতি আরিফুর রহমান আরটিটিএলসিকে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তোলা এবং বৈদেশিক কর্মসংস্থান সেক্টরে বিস্তৃত করার ইচ্ছা পোষণ করেন। বাংলাদেশে দক্ষ কর্মী গড়ে তুলতে রাবিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা ব্যাক্ত করে রাবিড সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁঞা সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com