ঢাকা, বাংলাদেশ ১১ এপ্রিল, ২০২৫

আরব নিউজকে সৌদি আরবের রাষ্ট্রদূত

সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে

সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে

ফাইল ছবি

Publish : 06:54 AM, 06 February 2025.
প্রবাসন ডেস্ক :

সৌদি আরবের ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপোর মতো ইভেন্টগুলোর সাথে যুক্ত মেগাপ্রজেক্টগুলোর জন্য বাংলাদেশের কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। তিনি আরব নিউজকে এই তথ্য জানান। অন্যদিকে বাংলাদেশ সরকার ফিফা বিশ্বকাপ, এশিয়ান উইন্টার  গেমস এবং এক্সপো ২০৩০সহ আসন্ন আন্তর্জাতিক ইভেন্টগুলির সাথে যুক্ত বড় উন্নয়ন প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য সৌদি আরবে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। 

বাংলাদেশী প্রবাসীদের কল্যাণ এবং কর্মী প্রেরণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রিয়াদে সৌদি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন তিনি।

এই দিকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান বাংলাদেশী  কোম্পানিগুলোকে ফিফা বিশ্বকাপ নির্মাণ প্রকল্পে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।  ২০৩৪ সালে আয়োজিত টুর্নামেন্টের জন্য নতুন  স্টেডিয়াম এবং সহায়ক অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে।

 সৌদি আরব বিশ্বের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য নিবাচিত হয়েছে। পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়মে খেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। নতুন ক্রীড়া সুবিধা, পরিবহন  নেটওয়ার্ক এবং  হোটেল অবকাঠামো নির্মাণে অনেক অভিবাসী শ্রমিকের প্রয়োজন হবে। 

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের রাজধানীতে তার কার্যালয়ে আরব নিউজকে রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান বলেন, ‘বাংলাদেশি কর্মীদের ইতিমধ্যেই কাতারে বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশের নির্মাণ  কোম্পানিগুলোকে  সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আমরা ১১টি  স্টেডিয়াম নির্মাণ করব এবং বিদ্যমান পাঁচটি  স্টেডিয়াম সংস্কার করব, শুধুমাত্র  স্টেডিয়াম নির্মাণ নয়, হোটেল এবং রিসোর্টও নির্মাণ করা হবে। এতে অংশ  নেওয়ার জন্য কোম্পানিগুলির জন্য এবং কর্মীদের জন্য একটি বড় সুযোগ। 

২০২২ সালে বিশ্বকাপের মেগাপ্রকল্প বাস্তবে পরিণত করার জন্য কাতারে প্রায় দুই মিলিয়ন প্রবাসী কর্মী নিয়োজিত ছিল। তাদের অধিকাংশই ছিল বাংলাদেশি। তারা আটটি  স্টেডিয়াম, সম্পূর্ণ নতুন শহর লুসাইল,  দোহা মেট্রো, হোটেল এবং নতুন পরিবহন রুট নির্মাণ ও সংস্কার করেছে। আল-দুহাইলান বলেন, ‘বাংলাদেশের যথেষ্ট সংখ্যক দক্ষ শ্রমিক রয়েছে। আমরা তাদের বাসস্থান এবং তাদের স্বাগত জানাতে খুশি. এবং তাদের খুব ভালো সুযোগ থাকবে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশী শ্রমিক এবং অভিবাসীরা কঠোর পরিশ্রমী, এবং তারা বুদ্ধিমান, তাদের উপর নির্ভর করা যায়।’

 সৌদি আরবে প্রায় ৩ মিলিয়ন বাংলাদেশী বসবাস করে এবং কাজ করে। তারা সৌদি আরবে বৃহত্তম প্রবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের বাইরে বৃহত্তম বাংলাদেশী সম্প্রদায়। অনেকেই নির্মাণ খাতে নিযুক্ত আছেন এবং পরবর্তী কয়েক বছরে আরও অনেকেরই এই শিল্পে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সৌদি আরব কেবল ২০৩৪ বিশ্বকাপই নয়, ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ, ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস এবং ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের জন্য প্রস্তুত। আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছি.আমরা বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৫ হাজার থেকে ৭ হাজার ভিসা প্রসেস করছি। 

 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আরো কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান শিরোনাম পর্তুগাল: রেসিডেন্স পারমিটে বিলম্বের প্রতিবাদে অভিবাসীদের বিক্ষোভ শিরোনাম ভোটের পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছে ইসি শিরোনাম মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার : দেশের ইতিহাসে সর্বোচ্চ শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব শিরোনাম ২০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া শুরুর ঘোষণা পর্তুগালের