প্রবাসন নিউজ
‘ফ্যাসিস্ট সরকার চলে গেলেও জনশক্তি প্রেরণ খাত নিয়ে চক্রান্ত বন্ধ হয়নি, যেসব কালাকানুন আগের সরকার করার সাহস পায়নি সেগুলো এখন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সেক্টরকে পরিকল্পিতভাবে খাদের কিনারে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমবাজার সংকুচিত হতে হতে মাত্র একটি বাজারে এসে ঠেকেছে। প্রতিবেশী দেশের স্বার্থে একটি মহল সৌদির বাজারও ধ্বংস করার ষঢ়যন্ত্র করছে। এই সেক্টরকে বাঁচাতে আমরা ১২ দফা দিয়েছি। এই ১২ দফা না মানলে এক দফায় যাবো।’
‘বৈদেশিক কর্মসংস্থান সেক্টর বাঁচাও, দেশ বাঁচাও, রিক্রুটিং এজেন্সির মালিক ঐক্যবদ্ধ হোন’ এই আহ্বানে ১২ দফা দাবিতে বায়রায় সদস্যদের মতবিনিময় ও প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভের সঙ্গে এইসব কথা বলেন।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনশক্তি প্রেরণ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হলেও ক্রমে এটি প্রতিবাদ সভায় পরিণত হয়।
এতে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ মফিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর।
বিশেষ অথিতি ছিলেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজ, বর্তমান সহসভাপতি মো.আবুল বারকাত ভূঞা, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, আতিকুর রহমান, সাবেক কমিশনার হারুন রশীদ।
কবির উদ্দিন মজুমদার, মো. আলী সিদ্দিকী, আওলাদ হোসেন, মো.মহিউদ্দিন, রাকিবুল ইসলাম, কুমিল্লা সমিতির সভাপতি আসলাম খান, জয়নাল আবেদিন জাফর, আশরাফ উদ্দিন, বায়রার যুগ্ম মহাসচিব টিপু সুলতান, কল্যাণ পরিষদের নেতা শাহজাদ হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন বায়রার ইসি কমিটির সদস্য ও রাবিডের সভাপতি আরিফুর রহমান, আহমেদ উল্লাহ বাচ্চু, এস কে মনিরুদ্দিন, কবীর হোসেন, শহীদুল ইসলাম ফরহাদ, মাসুদুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক কে এম মোবারক উল্লাহ শিমুল। উপস্থাপনা করেন পূরবী ইন্টারন্যাশনালের মালিক মহিউদ্দিন।
বায়রার সদস্যরা মতবিনিময় সভায় বলেন,‘৫ আগস্টের পর মন্ত্রণালয়, বিএমইটি ও এনজিওরা আমাদের উপর অন্যায় অত্যাচার করে আসছে। এই সেক্টরকে খাদের কিনারে নিয়ে গেছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে অস্থিত্বের সংকটে পড়ে এই সেক্টরের অস্থিত্ব বিলীন হয়ে যাবে।’
তারা বলেন,‘এই সেক্টর টিকে থাকবে কি থাকবে না, লাইসেন্সের মালিকরা টিকে থাকবে কি থাকবে না তা নির্ভর কছে আমারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে পারবো কি না এর উপর।’
তারা বলেন,‘কোন কারণ ছাড়াই হঠাৎ করে টিকিটের মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা, এমনকি একলাখ টাকায় উঠে গেছে। একশ্রেণীর লোকজন বিমানের অসাধু কর্মকর্তার জোগসাজশে টিকিট ব্লক করে এই কাজটা করছে। অবিলম্বে এই চক্র ভেঙ্গে দিতে হবে। একইসঙ্গে লেবার ফেয়ার চালু করতে হবে।’
তারা বলেন, ‘পার্শবর্তী দেশের এম্বাসি ৩/৫ কর্মদিবসে সত্যায়ন করে দেয়, আর আমাদের এম্বাসির সত্যায়ন করতে এক দেড় মাস লেগে যায়। এটা কমাতে হবে। দুইশ কর্মীর কোটার কারণে নতুন লাইসেন্সধারী ব্যবসায়ীরা হুমকির মুখে। এই পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে।’
তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত কমিটিতে এই সেক্টরের কোন প্রতিনিধি ছিল না। ছিল এনজিও প্রতিনিধি। তারা আমাদের সম্পর্কে বলেছে রিক্রুটিং এজেন্সির মালিকরা মানি লন্ডারিং করেছে, তারা শ্রমিক শোষণ করছে। এমন ভাবমূর্তি তৈরি করা হলে আমাদের শ্রমবাজার আরো সংকুচিত হয়ে যাবে। ভারতের স্বার্থে এনজিওরা এই সেক্টর ধ্বংসে উঠেপড়ে লেগেছে।’
বক্তারা বলেন, ‘কোন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত শাস্তি দেওয়া ও হয়রানি করা যাবে না। দেশের বিভিন্ন স্থানে মামলা করা যাবে না। অভিযোগ থাকলে বিএমইটিতে করতে হবে। মিথ্যা অভিযোগে কর্মীর শাস্তি হতে হবে।’
তৃতীয় কোন দেশকে ব্যবহার করে যারা মানব পাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, রিক্রুটিং এজেন্সির মালিকরা মানব পাচার করে না বলে তারা উল্লেখ করেন।
বায়রার সদস্যরা বলেন, ‘সরকারের কাজ ছিল নতুন নতুন শ্রমবাজার খোলা, কিন্তু সরকার কি সে কাজ করছে? সরকার করছে না। নতুন নতুন শ্রমবাজার খুলছে ব্যবসায়ীরা। আর সরকারের লোকজন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া আমলারা বিভিন্নভাবে সেইসব শ্রমবাজার বন্ধের পাঁয়তারা করছে। কোন কর্মী এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে কেন সেই অভিযোগও আমাদের করা হচ্ছে। ’
বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন,‘জুলাই অভ্যুত্থান হয়েছে সকল সেক্টরে বৈষম্য দূর হওয়ার জন্য। এখন দেখছি এই সেক্টরে আরো বৈষম্য তৈরি করা হচ্ছে।’
বায়রার সদস্যরা অবিলম্বে ১২ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি না মানলে সকল ধরনের কার্যক্রম বন্ধের এক দফা ঘোষণা করা হবে বলে হুশিয়ার করে দেন।
১২ দফা দাবিনামা:
১.সৌদি আরবের একক ভিসায় (১-২৪ পর্যন্ত) সত্যায়ন ছাড়া পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে।
২.কর্মী রিসিভিং কান্ট্রি লেবার উইং এ পর্যাপ্ত দক্ষ লোক বৃদ্ধি করে কর্মীদের সমস্যা ও রিক্রুটিং এজন্সির সমস্যা সমাধান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে এবং ২৫ এর অধিক সৌদি গ্রুপ ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে সত্যায়ন প্রক্রিয়া শেষ করতে হবে এবং বিএমইটিতে ও ২/৩ দিনের মধ্যে বহির্গমন ছাড়পত্র দিতে হবে। অন্যথায় সময়ক্ষেপণের জন্য আমরা আন্তর্জাতিক শ্রমবাজার থেকে হারিয়ে যাবো।
৩.টিকেটের উচ্চমূল্য (মজুতদারি) বন্ধ করে লেবার ফেয়ার চালু করতে হবে।
৪.সকল রিক্রুটিং এজেন্সির সক্ষমতা অনুযায়ী সকল দেশে কর্মী প্রেরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়নে কর্মী প্রেরণের সকল বাধ্যবাধকতা ( ২০০ কোটা) বন্ধ করতে হবে।
৫.বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের আড়ালে জনশক্তি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র ও অভিবাসন পরিপন্থী কালাকানুন প্রণয়নের অপচেষ্টা বন্ধ করতে হবে।
৬.প্রতিবেশী দেশের ইশারায় পরিচালিত সুবিধাভোগী তথাকথিত এনজিওদের অভিবাসন পরিপন্থী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
৭.সুনির্দিষ্ট প্রমাণাদি ব্যতীত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন হয়রানিমূলক মামলা (তথা অভিযোগ বাণিজ্য) কোনো রি/এজেন্সির বিরুদ্ধে করা যাবে না। অভিযোগ চলমান পক্রিয়া, এতে রি/এজেন্সির বিরুদ্ধে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ, সার্ভার লক ও লাইসেন্স নবায়ন কোনোভাবেই বন্ধ করা যাবে না।
৮. রিক্রুটিং এজেন্সির কিরুদ্ধে কর্মীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, যাতে এ ধরনের মিথ্যা অভিযোগ দেওয়ার ক্ষেত্রে অন্যরা নিরুৎসাহিত হয় এবং অভিযোগ বাণিজ্যের সাথে যুক্ত চক্রকে শাস্তির আওতায় আনতে হবে।
৯.কোন যাচাই বাছাই না করে কথায় কথায় রিক্রুটিং এজেন্সিকে লিবিয়া গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেলে, কোন দেশে গিয়ে যুদ্ধে চলে গেলে, কোন দেশে গিয়ে পালিয়ে গেলে দোষারোপ করা চলবে না, কারণ এই সমস্ত কাজ রিক্রুটিং এজেন্সির বাইরে অন্য অসাধু চক্র করে তাই তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’
১০.মধ্যপ্রাচ্যসহ প্রচলিত অনেক শ্রমবাজার অভিবাসন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতাসহ বিভিন্ন কারণে সৌদিতে নারী কর্মীর ভিসা এবং জর্ডান, কাতার, লেবানন, ওমান, দুবাইসহ আরো দেশে নারী কর্মী প্রেরণ প্রায় বন্ধ। তাই এই সমস্ত শ্রমবাজার পুণরায় ভালোভাবে চালু করার জন্য তড়িৎ পদক্ষেপ নিতে হবে।
১১.সারাদেশে বিএমইটির অকার্যকর প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করে কার্যকর করতে হবে।
১২.বৈষম্যযুক্ত রিক্রুটিং লাইসেন্স এর অনৈতিক শ্রেণীবিন্যাস বন্ধ করুন, করতে হবে।
মানববন্ধন ও স্মারকলিপি
এয়ার টিকিটের বর্ধিত মূল্য কমানো, সৌদি আরবে ১ থেকে ২৪ সংখ্যার ভিসার বহির্গমন ছাড়পত্র পূর্বের নিয়মে চালু রাখা, সত্যায়িত ডিমান্ড এর নিয়োগানুমতি নিয়ে জটিলতা নিরসন, দূতাবাস কর্তৃক ডিমান্ড এ্যাটাশটেশন সহজীকরণ, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে হয়রানি বন্ধ, মানব পাচার আইনের অপব্যবহার বন্ধসহ বেশ কিছু দাবিতে মানববন্ধ করেছে বায়রার সদস্যরা।
৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বায়রার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, ঢাকা জেলো বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক , সাবেক যুগ্ম-মহাসচিব-১ মো. ফখরুল ইসলাম, সাবেক ১ নং ইসি সদস্য শাহাদাত হোসেন, সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ, সাবেক অর্থসচিব মিজানুর রহমান, সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হোসাইন, সাবেক ইসি সদস্য মো. কামাল উদ্দিন দিলু, সাবেক যুগ্ম মহাসচিব-২ আববর হোসেন মঞ্জু, সাবেক ক্রীড়া, বিনোদন ও সংস্কৃতিক সচিব রেহানা পারভীন, সাবেক ইসি সদস্য হক জহিরুল জো।
বক্তারা বলেন,‘প্রতি বছরই একটি সিন্ডিকেট টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে। একেক একটি টিকিট দ্বিগুণ বা তার চেয়ে বেশি দামে বিক্রি করে একশেণির ব্যক্তি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। অন্যদিকে বিদেশগমনেচ্ছু দরিদ্র কর্মীরা সর্বশান্ত হয়ে পড়ে।’ এই সিন্ডিকেট বন্ধের পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য লেবার ফেয়ার চালু করার দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com