ফাইল ছবি
এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী কাল ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধ ও প্রতিবাদ সভার আহ্বান করেছে বায়রার সদস্যরা। সভা শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে।
এয়ার টিকিটের বর্ধিত মূল্য কমানো, সৌদি আরবে ১ থেকে ২৪ সংখ্যার ভিসার বহির্গমন ছাড়পত্র পূর্বের নিয়মে চালু রাখার দাবির পাশাপাশি মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখার দাবিও করা হয়।
‘বৈদেশিক কর্মসংস্থান সেক্টর বাঁচাও-দেশ বাঁচাও’, ‘সকল রিক্রুটিং এজেন্সির মালিক ঐক্যবদ্ধ হোন’ আহ্বান জানিয়ে ১২দফা দাবিতে বিকেল ৫টায় আইডিইবি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
‘সৌদি আরবের একক ভিসায় (১-২৪ পর্যন্ত) সত্যায়ন ছাড়া পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে।’
‘টিকেটের উচ্চমূল্য(মজুদদারি) বন্ধ করে লেবার ফেয়ার চালু করতে হবে।’
‘যে সকল রিক্রুটিং লাইসেন্স সৌদি দূতাবাসে অন্তর্ভুক্ত নেই, সে সমস্ত লাইসেন্স বিনা শর্তে নবায়ন দিতে হবে।’
‘বাংলাদেশের অর্থনীতির শ্বেত পত্রের আড়ালে জনশক্তি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র ও অভিবাসন পরিপন্থী কালাকানুন প্রণয়নের অপচেষ্টা বন্ধ করতে হবে।’
‘প্রতিবেশী দেশের ইশারায় পরিচালিত সুবিধাভোগী তথাকথিত এনজিওদের অভিবাসন পরিপন্থী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’
‘সুনির্দিষ্ট প্রমাণাদি ব্যতীত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন হয়রানিমূলক মামলা (তথা অভিযোগ বাণিজ্য) কোনো রি/এজেন্সির বিরুদ্ধে করা যাবে না। অভিযোগ চলমান প্রক্রিয়া, এতে রি/এজেন্সির বিরুদ্ধে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ, সার্ভার লক ও লাইসেন্স নবায়ন কোনোভাবেই বন্ধ করা যাবে না।’
‘কোন যাচাই বাছাই না করে কথায় কথায় রিক্রুটিং এজেন্সিকে লিবিয়া গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেলে, কোন দেশে গিয়ে যুদ্ধে চলে গেলে, কোন দেশে গিয়ে পালিয়ে গেলে দোষারোপ করা চলবে না, কারণ এই সমস্ত কাজ রিক্রুটিং এজেন্সির বাইরে অন্য অসাধু চক্র করে তাই তাদের খুঁজে বের করতে হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com