চলতি অর্থবছরের প্রথম মাসে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স প্রাবাহে ধস নেমেছে। জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১.৯০ বিলিয়ন মার্কিল ডলার, যা গতবছরের জুলাই মাসের তুলাই ৩.৫৫ শতাংশ কম। গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১.৯৭ বিলিয়র ডলার।
একক মাস হিসেবে বাংকিং চ্যানেলে পবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের জুলাই মাসের রেমিট্যান্সের তথ্য তুলে ধরেন।
দেশজুড়ে কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারনেট বন্ধ ও সোস্যাল মিডিয়ায় রেমিট্যান্স না পাঠানোর ক্যাম্পিং, ঈদুল আজহার পরের মাস -এইসব কারণে রেমিট্যান্স প্রবাহে ধসের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর আবার রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে আগস্টের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৮২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। এক থেকে ছয় আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯৫ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর সাত থেকে ১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭ দশমিক ১২ মিলিয়ন ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ের আগের মাস জুনে রেমিট্যান্স এসছিল ২.৫৪ বিলিয়ন ডলার, বিগত ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর ওপর ভর করে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার, যা আগে বছরের তুলনায় ১০.৬৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৩১ জুলাইয়ে ১২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, তবু পুরো মাসে রেমিট্যান্স ২ বিলিয়র ডলার ছুঁতে পারেনি।
১-৬ জুলাই রেমিট্যান্স এসেছে ৩০৭.৫৩ মিলিয়ন ডলার, ৭- ১৩ জুলাই এসেছে ৬০৮.১১ মিলিয়ন ডলার, ১৪ -২০ জুলাই এসেছে ৪৫০.৭৫ মিলিয়ন ডলার, ২১-২৭ জুলাই এসেছে ১৫৬৭.৪৬ মিলিয়ন ডলার আর ২৮-৩১ জুলাই এসেছে ৩৪১.৫৪ মিলিয়ন ডলার।
১৮ জুলাই কোটা আন্দোলন সহিংস রূপ নিলে অধিকাংশ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, সেই
দিনই বন্ধ হয়ে যায় ব্রডবান্ড, আর আগেই বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট। এর পর জারি করা হয় কারফিউ, এবং পরিবর্তী তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে কারফিউ শিথিল হলে, ইন্টারনেট চালু হলে ২৪ জুলাই থেকে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু হয়। ইন্টারনেট বন্ধ থাকায় ২৩ জুলাই পর্যন্ত রেমিট্যান্স আসা পুরোপুরি বন্ধ ছিল। এর সঙ্গে ছিল আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গতি রেখে সোস্যাল মিডিয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর ক্যাম্পিং।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com