লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস
লিবিয়ার ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকা থেকে ২০ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। এছাড়া উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।
উল্লেখ্য, নৌকাডুবির ঘটনায় মৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।’
লিবিয়ার রেডকোর্স সোসাইটি ধারনা করছে ভূমধ্যসাগরে লিবিয়ার উপকুলে উদ্ধার হওয়া মৃতদেহগুলো বাংলাদেশি নাগরিকের। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয় গলিত অবস্থায় পাওয়া লাশগুলো কবর দেওয়া হয়েছে।
শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়,‘এইসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় রেড ক্রিসেন্ট ধরানা করছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিচায় শনাক্ত না হওয়ায় লাশগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাবিয়া এলাকায় দাফন করা হয়েছে।
ইউরোপ ও উন্নত দেশে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন রাবিডের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঞা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন,‘এতোগুলো মানুষ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মরার ঘটনা দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক ঘটনা এবারই ঘটেনি, এর আগেও বহুবার ঘটেছে। তার মনে হচ্ছে একটা চক্র লোকজনকে প্রলুব্ধ করে অবৈধ ও বিপজ্জনক পথে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ইতালি পাঠানোর কাজে সক্রিয় রয়েছে। এদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে বেকার যুবকরা যাতে এইসব চক্রের খপ্পরে না পড়ে সেজন্য দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।’
তারা বলেন,‘অবৈধ পথে এই ধরনের দুঃখজনক পরিস্থিতি মোকাবেলায় বৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণে যে প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
তারা বলেন,‘ইতালিতে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের তরফে কোন তৎপরতা লক্ষ করা যাচ্ছে না, অন্যান্য মার্কেটের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতা দূর করতে সরকারের কোন উদ্যোগ চোখে পড়ছে না।’
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com