ফাইল ছবি
জনশক্তি রফতানি খাতে ইতিবাচক ধারা অব্যাহত। চলতি অর্থবছরে মাস হিসেবে অক্টোবরে এই প্রথম জনশক্তি রফতানি লাখের ঘর ছাড়িয়ে গেছে। অক্টোবরে বাংলাদেশ থেকে প্রবাসে কর্মী গেছে ১০৪,৮০১ জন। এই ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে সৌদি আরবের শ্রমবাজার। সৌদি আরবে অক্টোবরে কর্মী গেছে ৮৩,৫৮২জন।
২০২৪ সালে মে মাসে প্রথম জনশক্তি রফতানি লাখের ঘর অতিক্রম করে, ওই মাসে জনশক্তি রফতানি হয়েছে ১৩১,৬৯৬ জন। ওই সময় জনশক্তি রফতানিতে প্রধান ভূমিকা রেখেছিল মালয়েশিয়ার শ্রমবাজার। মে মাসে মালয়েশিয়ায় শ্রমিক গিয়েছে ৪৭,৮০৯ জন।
জুলাই মাসে বৈষম্য-বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে যে হোঁচট খেয়েছিল তা কাটিয়ে উঠে ইতিবাচক ধারায় ফিরে এসেছে জনশক্তি রফতানি খাত। চলতি অর্থবছরের বিগত চার মাসে জনশক্তি রফতানি যেমন ধারাবাহিকভাবে বেড়েছে তেমনি, রেমিট্যান্সও বেড়েছে। চলতি অর্থবছরের ( ২০২৪-২৫) জুলাই থেকে আগস্ট এই চার মাসে রেমিট্যান্স এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার। অথচ বিগত অর্থবছরে এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮৭ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ডলার।
জুলাই মাসে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কর্মী গেছে ৭১,৪৪১ জন। জুলাই জুড়ে ছাত্র-জনতার আন্দোলনের প্রভাব জনশক্তি রফতানি খাতে পড়েছিল, এর ফলে আগস্ট মাসে জনশক্তি রফতানি আগের মাসের তুলনায় ২৯ শতাংশ কমে হয়েছে ৫৩৪৬২ জন, তবে সেই ধকল কাটিয়ে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৬৪৬৯৭ জন। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে জনশক্তি রফতানি ২১ শতাংশ বেড়ে হয়েছে ৬৪,৬৯৭ জন। আর অক্টোবরে বিগত মাসের তুলনায় ৬১ শতাংশ বেড়ে হয়েছে ১০৪,৮০১ জন, যা চলতি অর্থবছরের মধ্যে রেকর্ড। এই রেকর্ড সৃষ্টির ক্ষেত্রে প্রধান অবদান রেখেছে সৌদি আরবের শ্রমবাজার।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সৌদি আরবে কর্মী গেছেন ৪৭,৮৬৭ জন, আগস্টে গেছে ২৮,২৫১ জন, সেপ্টেম্বরে গেছে ৪৪,২৪৯ জন আর অক্টোবরে গেছে ৮৩,৫৮২জন। বিএমইটির প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে।
জনশক্তি রফতানি বৃদ্ধিতে অবদান রাখা বাজারগুলোর মধ্যে সৌদি আরবের পরে রয়েছে কুয়েত, কাতার, সিঙ্গাপুর, জর্ডান, আরব আমিরাত প্রভৃতি দেশ।
কাতারে জুলাই থেকে ধারাবাহিকভাবে জনসংখ্যা রফতানি বেড়েছে। জুলাই মাসে বাংলাদেশ থেকে কর্মী গেছে ৪৮০৮ জন, আগস্ট মাসে গেছে ৫৯৭৪ জন, সেপ্টেম্বর মাসে ৬৩৯৫ জন, আর সর্বশেষ অক্টোবর মাসে গেছে ৬৫৩৫ জন।
কুয়েতে জুলাই মাসে কর্মী গেছে ২২৯৫ জন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে কর্মী গেছে যথাক্রমে ৩২২৫, ২৫৬৬ এবং ৪০৭৯ জন।
সিঙ্গাপুরে জুলাই মাসে কর্মী গেছে ৫৩৫৭ জন, আগস্ট মাসে কর্মী গেছে ৫১০৫ জন, সেপ্টেম্বরে গেছে ৫৬১৪ জন, আর অক্টোবরে গেছে ৫১৩৩জন।
বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতায় জনশক্তি রফতানি বাধাগ্রস্ত হয়, জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের প্রভাব এই সেক্টরে পড়েছে। জনশক্তি রফতানি খাতের সংশ্লিষ্টরা বলেন, এই ধরনের পরিস্থিতি থেকে এই খাতকে দূরে রাখতে হবে যাতে বিভিন্ন কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানে চাহিদা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে না যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com