ছবি : রাবিড অফিসে মত বিনিময় সভা
রাবিড (RAABED ) আয়োজিত “সবাই মিলে ট্রেনিং সেন্টার ও সবাই মিলে ব্যবসা”- জনশক্তি প্রেরণ সে সেক্টরে একটি অভিনব ও যুগান্তকারী আইডিয়াকে সামনে রেখে সম্প্রতি রাবিড কার্যালয়ে এক ব্যতিক্রমী ব্যবসার কনসেপ্টকে কাজে লাগিয়ে সামাজিক উদ্যোগের মাধ্যমে পুরো সেক্টরকে সচেতন করার লক্ষ্যে ২৫.০৯.২০২৪ বুধবার বিকেল রাবিড অফিসে (রূপায়ণ করিম টাওয়ার, লিফ্ট ১৭/এ, ৮০ কাকরাইল) একটি মত বিনিময় সভার আয়োজন সম্পূর্ণ হয়েছে ।
সবার আন্তরিক উপস্থিতিতে এই সেক্টরের একটি যৌক্তিক ও বিকাশমান ধারাকে উৎসাহিত করার লক্ষ্যে সবার সুন্দর মতামত গ্রহণ করা হয় এবং সবার মতামত কে কাজে লাগিয়েই এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাবিডের নেতৃবৃন্দরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
রাবিড একটি প্রচলিত ট্রেড পলিটিক্স মুক্ত ব্যবসায়িক সংগঠন, যার লক্ষ্য ব্যবসাকে প্রথমেই গুরুত্ব দেওয়া হয়েছে , কারণ আজকে দেশের অর্থনীতি এই সেক্টরকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে দেশের উন্নতির জন্য রাবিডের চিন্তা চেতনায় বিশ্বাসী সাধারণ ব্যবসায়ীরা দেখেছে এই সংগঠনটি বিশ্বের প্রতিটি দেশের সাথে সামঞ্জস্য রেখেই এগিয়ে চলায় অঙ্গীকারবদ্ধ।
প্রথমেই রাবিডের সিনিয়র সদস্য জনাব শান্তদেব সাহা উপস্থিত সকল মেম্বারদেরকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের এজেন্ডার সবাইকে ঘোষণা করেন।
এরপর একে একে বিভিন্ন এজেন্সির মালিক জনাব আব্দুল আজিজ, শাহরিয়ার হোসেন, মুক্তার হোসেন চৌধুরি, সৈয়দা পারভিন আক্তার, আবুবকর সিদ্দিক বাদশা, দেলোয়ার তালুকদার, মো.ইউনুস, আব্দুর রহিম খান মুকুল, রেজাউল করিম বকলু, ইলিয়াস হোসেন, সীমা আক্তার, মো. মতিউর রহমান, ইলিয়াস হোসেন, হাফেজ শাইকুল ইসলাম সহ আরো অনেকে এর মতামত শেয়ার করেন।।
Dedication Europe Consultancy এর ডিরেক্টর ও রাবিডের বিজনেস কনসালটেন্ট মো. জাকির হোসেন পাটওয়ারী বলেন যেকোনো সংগঠন প্রতিষ্ঠিত হতে হলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে সেই প্রতিষ্ঠানটি টিকে থাকে, কেউ একা কখনো কোন সংগঠন, ব্যবসা বা যেকোনো কনসেপ্টকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, যেখানে রাবিড সবার চিন্তা চেতনাকে নিয়ে সমান ভাবে এগিয়ে যাচ্ছে । সবাই মিলে ট্রেনিং সেন্টার সবাই মিলে ব্যবসা এর কার্যক্রম সফল হবে এটাই হবে রাবিডের মূলমন্ত্র।
সবশেষে অনুষ্ঠানের রাবিড এর সভাপতি জনাব আরিফুর রহমান বলেন রাবিডকে প্রতিষ্ঠা করতে গিয়ে সবার আগে গুরুত্ব দিয়েছেন, বিদেশে যারা কর্মী হিসেবে যাবে তাদেরকে প্রথমেই দক্ষ কর্মী এবং দুটি ভাষা বাধ্যতামূলক শিখে যাওয়া সহ দেশের রেমিটেন্স বৃদ্ধি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি বলেন রাবিডকে একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে “রাবিড ট্রেনিং সেন্টার, রাবিড ল্যাঙ্গুয়েজ সেন্টার, রাবিড লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” তৈরি করা হয়েছে ।
এখানে কর্মীদেরকে সকল ধরনের সুযোগ সুবিধাসহ সহজ ভাবে ঝামেলা মুক্ত, সিন্ডিকেট বিহীন পরিবেশে বিদেশে গিয়ে কাজ করে কষ্টার্জিত টাকা যেন তার পরিবার পেতে পারে, সে জন্য একটি (টোটাল সলিউশন A To Z ) সফটওয়্যার এর মাধ্যমে হবে সে টাও এখানে পরিকল্পনা গ্রহণ করে উপস্থিত মেম্বারদেরকে বাস্তবায়নে রূপরেখা তৈরি করেছেন।
পরিশেষে রাবিডের প্রেসিডেন্ট আরিফুর রহমান সকল মেম্বারদেরকে নিয়ে এর টোটাল পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com